নিচের কোনটি তৎসম শব্দ?

Rate this post

প্রশ্নঃ নিচের কোনটি তৎসম শব্দ?

  • গেরাম
  • চামার
  • মাটি
  • নারিকেল

Explanation ( ব্যাখ্যা )

ব্যাখ্যাঃ যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে , সেসব শব্দকে বলে তৎসম শব্দ । প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ , সেগুলোকে তৎসম শব্দ বলে । যেমন : নারিকেল , ধূলি , চন্দ্র , সূর্য , নক্ষত্র , ভবন , ধর্ম , পাত্র , মনুষ্য , ব্যাকরণ , চরণ , তৃণ , অগ্রহায়ণ , ভাষা , বৈষ্ণব , গৃহ , কৃষি , ঋষি , পুত্র , পৃথিবী , আকাশ , গ্রহ , বৃক্ষ , জীবন ইত্যাদি । গ্রাম ( তৎসম ) > গেরাম ( অর্ধ – তৎসম ) : মৃত্তিকা ( তৎসম ) > মটিআ ( প্রাকৃত ) > মাটি ( বাংলা ) ; চর্মকার ( তৎসম ) > চম্মআর ( প্রাকৃত ) > চামার ( তদ্ভব / বাংলা )

চেনার উপায়ঃ যেসব শব্দের পূর্বে প্র, পরা, অপ, সম, অব, অনু, নির(নিঃ), দুর(দুঃ), উৎ, অধি, পরি, প্রতি, উপ, অভি, অতি প্রভৃতি উপসর্গ যুক্ত থাকে সেগুলো তৎসম শব্দ হবে।