বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি | The largest Division in Bangladesh

5/5 - (1 vote)
  • Bangla: বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?
  • Hindi: बांग्लादेश में सबसे बड़ा विभाग कौन सा है?
  • English: Which is the biggest Division in Bangladesh?
  • Banglish: Bangladesher Sobcheye boro bivag konti?

Question: বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? – The largest Division in Bangladesh

(ক)ঢাকা
(খ)চট্টগ্রাম
(গ)রাজশাহী
(ঘ)খুলনা

উত্তরঃ (খ) চট্টগ্রাম


সংক্ষিপ্ত বর্ণনাঃ

চট্রগ্রাম বিভাগকে কেন বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ বলা হয়?

বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে ৷ উইকিপিডিয়া তথ্যমতে আয়তনসহ বিভাগগুলো হলোঃ

  • ঢাকা বিভাগ—আয়তন ২০,৫৩৯ বর্গকিমি ৷
  • চট্টগ্রাম বিভাগ—আয়তন ৩৪,৫২৯.৯৭ বর্গকিমি ৷
  • রাজশাহী বিভাগ—আয়তন ১৮,১৫৩.০৮ বর্গকিমি ৷
  • খুলনা বিভাগ—আয়তন ২২,২৮৪.২২ বর্গকিমি ৷
  • সিলেট বিভাগ—আয়তন ১২,৫৯৫.৯৫ বর্গকিমি ৷
  • বরিশাল বিভাগ—আয়তন ১৩,২২৫.২০ বর্গকিমি ৷
  • রংপুর বিভাগ—আয়তন ১৬,৩১৭.৫৫ বর্গকিমি ৷
  • ময়মনসিংহ বিভাগ—আয়তন ১০,৬৬৮ বর্গকিমি ৷

সুতরাং দেখা যাচ্ছে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ(The largest Division in Bangladesh) হলো চট্রগ্রাম বিভাগ ৷ দ্বিতীয় নাম্বারে আছে খুলনা বিভাগ এবং তিন নাম্বারে আছে ঢাকা বিভাগ ৷ তাই চট্রগ্রাম বিভাগ বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ ৷

একই ক্যাটাগরির প্রশ্নঃ

  1. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

    উত্তরঃ রাঙামাটি ৷

  2. পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?

    উত্তরঃ রাশিয়া

  3. বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?

    উত্তরঃ চট্টগ্রাম

  4. বিগ আপেল বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ নিউইয়র্ককে

  5. বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

    উত্তরঃ কাজাখস্তান ৷ (আয়তনে)

  6. সবচেয়ে বড় মহাদেশের নাম কি?

    উত্তরঃ এশিয়া ৷(আয়তনে)

  7. বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কোনটি?

    উত্তরঃ গাজীপুর।

  8. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

    উত্তরঃ European Union (EU) ৷

  9. বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি?

    উত্তরঃ মেঘনা নদী ৷

  10. বাংলাদেশের সবচেয়ে বড় থানা কোনটি?

    উত্তরঃ শ্যামনগর,সাতক্ষীরা।

  11. বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন কোনটি?

    উত্তরঃ সাজেক (রাঙ্গামাটি)।

  12. সবচেয়ে বড় দিন কোনটি?

    উত্তরঃ ২১জুন ৷

  13. বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটি?

    উত্তরঃ গারো পাহাড় ৷

  14. চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা কোনটি?

    উত্তরঃ ফটিকছড়ি উপজেলা

  15. কুমিল্লার সবচেয়ে বড় উপজেলা কোনটি?

    উত্তরঃ মুরাদনগর উপজেলা

  16. বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি?

    উত্তরঃ ডানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ

  17. বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি?

    উত্তরঃ ঢাকা শহর ৷

  18. বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি?

    উত্তরঃ পদ্মা সেতু

  19. বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি?

    উত্তরঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম ৷

  20. বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটি?

    উত্তরঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৷ (আয়তনে)

  21. বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট কোনটি?

    উত্তরঃ কুমিল্লা ক্যান্টনমেন্ট

  22. বাংলাদেশের সবচেয়ে বড় বিমান কোনটি?

    উত্তরঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  23. বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?

    উত্তরঃ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র।

  24. বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং কত তলা?

    উত্তরঃ ১৬০ তলা ৷

  25. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

    উত্তরঃ যকৃৎ ৷

  26. পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

    উত্তরঃ গ্রিনল্যান্ড ৷

  27. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি?

    উত্তরঃ বৃহস্পতি।

  28. জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?

    উত্তরঃ ভারত ৷

  29. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

    উত্তরঃ ভোলা।

  30. বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান কোনটি?

    উত্তরঃ মালনীছড়া চা বাগান

  31. বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি?

    উত্তরঃ ঈশ্বরদী ৷

  32. এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?

    উত্তরঃ চীন ৷

  33. পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি?

    উত্তরঃ নীলনদ

  34. পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি?

    উত্তরঃ নীলতিমি ।

  35. সবচেয়ে বড় গ্যালাক্সির নাম কি?

    উত্তরঃ অ্যালকিয়োনেস ৷

  36. পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি?

    উত্তরঃ কক্সবাজার সমুদ্র সৈকত

  37. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

    উত্তরঃ তিতাস ৷