টেলিভিশন কে আবিষ্কার করেন | television ke abiskar koren

5/5 - (2 votes)

television ke abiskar koren বা টেলিভিশন কে আবিষ্কার করেন? আজকে টিউনটুনিতে পাবেন টেলিভিশন আবিষ্কার করেন কে প্রশ্নটির উত্তর ৷

টিভি বা টেলিভিশন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো কাউকে বিস্তারিত বলার দরকার নেই। কারণ অনেকেই টেলিভিশন বা টিভি প্রয়োগ নিয়ে ধারণা রয়েছে ৷

কিন্তু বর্তমানে স্মার্ট মোবাইল, কম্পিউটার আবিষ্কার ও তার সস্তা ব্যবহারের কারণে টেলিভিশনের ব্যবহার অনেকাংশ কমে গেছে ৷

টিভির সাহায্যে আমরা আমাদের অবসর সময়েও বিনোদনের সুবিধা নিতে পারি। টিভি এমন একটি বিনোদনের মাধ্যম যা আজকাল সবাই ব্যবহার করে। টেলিভিশনের মাধ্যমে সহজে ক্রিকেট, ফুলবলসহ জনপ্রিয় খেলাগুলো লাইভ আকারে উপভোগ করতে পারি ৷

 বিনোদনের পাশাপাশি টিভির সাহায্যে আমরা দেশ-বিদেশের খবরও জানতে পারি। আজকাল টিভি আপনাকে চলচিত্র, নাটক, রিয়েলিটি শো, সিনেমা, ডেইলি শো, থিয়েট্রিকাল অ্যাডাপ্টেশন ইত্যাদি সব ধরনের বিনোদন দেওয়ার চেষ্টা করে। আপনি ঘরে বসে আপনার টিভিতে উপভোগ করতে পারেন।

টিভি আবিষ্কারের পর থেকে প্রায় সবকিছুই বদলে গেছে। এখন মানুষ ঘরে বসেই সব তথ্য ও আপডেট পেয়ে থাকে। 

টেলিভিশন কারিগরি ভাষায় বললে’ টেলিভিশন হল একটি টেলিযোগাযোগ মাধ্যম যা শব্দের সাথে ছবি ও চলচ্চিত্র (ভিডিও) ট্রান্সমিশনে ব্যবহৃত হয় । টেলিভিশন প্রযুক্তি স্যাটেলাইট এবং রেডিও প্রযুক্তির উপর ভিত্তি করে।

টেলিভিশন কে আবিষ্কার করেন | television ke abiskar koren

প্রশ্নঃটেলিভিশন কে আবিষ্কার করেন?
(ক)ফ্যারাডে
(খ)এডিসন
(গ)এফ বি মোর্স
(ঘ)জন এল বেয়ার্ড

(ঘ) জন এল বেয়ার্ড ৷

টেলিভিশন কে আবিষ্কার করেন | television ke abiskar koren

টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড ৷

টেলিভিশন কথাটির অর্থ ‘ দূর থেকে দেখা ‘ । এ জন্য এটাকে দূরদর্শন বলা হয় । দূরদর্শন বা সংক্ষেপে TV বলতে আমরা কোনো দৃশ্য বা ছবি এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে প্রেরণ করা বুঝি ।

টেলিভিশনে দৃশ্য সংকেত দূরে বেতারযোগে প্রেরণের জন্য বিস্তারগত প্রকম্পনের সাহায্য নেওয়া হয় টেলিভিশনের বাহক তরঙ্গ 56 থেকে 216 এবং 470 থেকে 890 MHz এই দুই পরিধির মধ্যে থাকে । টিভিতে প্রকম্পক সংকেতে দৃশ্য সংকেত ছাড়া আরো কয়েকটি সংকেত থেকে এর সমলয়কারী সংকেত ( Synchronizing signal ) বলে ।

দৃশ্য সংকেত ও সমলয়কারী সংকেতকে যুগ্মভাবে ভিডিও ( Video ) সংকেত বলা হয় এবং এর সাহায্যে টিভির বাহক তরঙ্গকে প্রকম্পিত করা হয় । সমলয়কারী সংকেত ব্যবহার করার জন্য টিভির প্রেরক ও গ্রাহক যন্ত্রের মধ্যে সমলয় সাধন করা হয়— যার ফলে গ্রাহক যন্ত্রের ছবি সুস্থিত ( Steady ) হয় ।