কোরআনে নামাজের কথা কতবার বলা হয়েছে

Rate this post

কোরআনে নামাজের কথা কতবার বলা হয়েছে ? প্রিয় ভিউয়ার প্রশ্ন করে থাকেন যে, কোরআনে নামাজের কথা কতবার বলা হয়েছে ৷ আজকে কোরআনে নামাজের কথা কতবার বলা হয়েছে তা জানতে পারবেন ৷ BCS সহ বিভিন্ন চাকুরি পরিক্ষায় নাম, উপাধি, জনক, নামকরণ, বলা হয় থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাই গুরুত্ত্বসহকারে টপিকস টি পড়তে হবে ৷ এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

প্রশ্নঃ কোরআনে নামাজের কথা কতবার বলা হয়েছে?

উত্তরঃ ✅ ৮২ বার

  • কোরআনে নামাজের কথা ৮২ বার বলা হয়েছে ৷
  • পবিত্র কুরআনুল কারীমে ১১৪টি সূরা আছে ৷
  • কোরআনে যাকাতের কথা ৩২ বার বলা হয়েছে ৷
  • কোরআনে মোহাম্মদ (সাঃ) ৪ বার বলা হয়েছে
  • পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফযীলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসী ৷
  • পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাওছার ৷
পুরুষ-নারী২৪ বার করে ৷
আদেশ-নিষেধ১০০০ বার করে ৷
হালাল-হারাম২৫০ বার করে ৷
জান্নাত-জাহান্নাম১০০০ বার করে ৷
দুনিয়া-আখিরাত১১৫ বার করে ৷
ফেরেশতা-শয়তান৮৮ বার করে ৷
জীবন-মৃত্যু১৪৫ বার করে ৷
উপকারী-ক্ষতিকর৫০ বার করে ৷

সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ⤵️

প্রশ্নঃ কোরআনে মোহাম্মদ (সাঃ) কত বার বলা হয়েছে?

উত্তরঃ ৪ বার ৷

উত্তরঃ ১১৪টি ৷

উত্তরঃ ৩২ বার ৷

উত্তরঃ আয়াতুল কুরসী ৷

উত্তরঃ সূরা কাওছার ৷

চোখ রাখুনঃ—