পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে

Rate this post

পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে ? প্রিয় ভিউয়ার প্রশ্ন করে থাকেন যে, পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে ৷ আজকে পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে তা জানতে পারবেন ৷ BCS সহ বিভিন্ন চাকুরি পরিক্ষায় নাম, উপাধি, জনক, নামকরণ, বলা হয় থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাই গুরুত্ত্বসহকারে টপিকস টি পড়তে হবে ৷ এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

প্রশ্নঃ পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে?

উত্তরঃ ✅ আমাজন কে৷

  • আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস
  • হযরত মুসা আঃ কালিমুল্লাহ বলা হয়
  • দেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট ৷
  • মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক তারপর লিভার ৷
  • মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম ঊর্বস্থি (ঊরুর অস্থি) বা ফিমার ৷
  • মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত ৷

সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ⤵️

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি?

উত্তরঃ বাংলাদেশ ৷

উত্তরঃ ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট ৷

উত্তরঃ ত্বক তারপর লিভার ৷

উত্তরঃ ঊর্বস্থি (ঊরুর অস্থি) বা ফিমার ৷

উত্তরঃ যকৃত ৷

চোখ রাখুনঃ—