ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে

Rate this post

ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে ? প্রিয় ভিউয়ার প্রশ্ন করে থাকেন যে, ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে ৷ আজকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে তা জানতে পারবেন ৷ BCS সহ বিভিন্ন চাকুরি পরিক্ষায় নাম, উপাধি, জনক, নামকরণ, বলা হয় থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাই গুরুত্ত্বসহকারে টপিকস টি পড়তে হবে ৷ এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

প্রশ্নঃ ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে?

উত্তরঃ ✅ হযরত আবু বকর (রাঃ)

  • ইসলামের ত্রাণকর্তা বলা হয় হযরত আবু বকর (রাঃ) ৷
  • হযরত মুসা আঃ কালিমুল্লাহ বলা হয়
  • তুর পাহাড়ে হজরত মুসা (আ.) নবীকে নবুয়ত দেওয়া হয়েছে ৷
  • ইউনুস (আ:) নবীকে মাছে গিলে ফেলেছিল ৷
  • ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল ইবনু রাবাহ রাদ্বিয়াল্লাহু আনহু ৷
  • ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর (রা) ৷

সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ⤵️

প্রশ্নঃ কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়?

উত্তরঃ হযরত মুসা আঃ ৷

উত্তরঃ হজরত মুসা (আ.) ৷

উত্তরঃ ইউনুস (আ:) ৷

উত্তরঃ বিলাল ইবনু রাবাহ রাদ্বিয়াল্লাহু আনহু ৷

উত্তরঃ হযরত আবু বকর (রা) ৷

চোখ রাখুনঃ—