পদ্মা ও মেঘনার মিলনস্থল কে কি বলা হয়

Rate this post

পদ্মা ও মেঘনার মিলনস্থল কে কি বলা হয় ? প্রিয় ভিউয়ার প্রশ্ন করে থাকেন যে, পদ্মা ও মেঘনার মিলনস্থল কে কি বলা হয় ৷ আজকে পদ্মা ও মেঘনার মিলনস্থল কে কি বলা হয় তা জানতে পারবেন ৷ BCS সহ বিভিন্ন চাকুরি পরিক্ষায় নাম, উপাধি, জনক, নামকরণ, বলা হয় থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাই গুরুত্ত্বসহকারে টপিকস টি পড়তে হবে ৷ এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

প্রশ্নঃ পদ্মা ও মেঘনার মিলনস্থল কে কি বলা হয়?

উত্তরঃ ✅ চাঁদপুর

  • পদ্মা ও মেঘনার মিলনস্থল কে চাঁদপুর বলা হয় ৷
  • পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল ভৈরব, কিশোরগঞ্জ ৷
  • পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল গোয়ালন্দ ৷
  • পদ্মা-মেঘনা-ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থল চাঁদপুর ৷
  • দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে নদী সংগম বলে ৷
  • চাঁদপুরকে ইলিশের বাড়ি বলে ৷

সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ⤵️

প্রশ্নঃ ইলিশের বাড়ি কোথায়?

উত্তরঃ চাঁদপুর ৷

উত্তরঃ ভৈরব, কিশোরগঞ্জ ৷

উত্তরঃ গোয়ালন্দ ৷

উত্তরঃ চাঁদপুর ৷

উত্তরঃ নদী সংগম ৷

চোখ রাখুনঃ—