জ্ঞানের দরজা বলা হয় কাকে

Rate this post

জ্ঞানের দরজা বলা হয় কাকে ? প্রিয় ভিউয়ার প্রশ্ন করে থাকেন যে, জ্ঞানের দরজা বলা হয় কাকে ৷ আজকে জ্ঞানের দরজা বলা হয় কাকে তা জানতে পারবেন ৷ BCS সহ বিভিন্ন চাকুরি পরিক্ষায় নাম, উপাধি, জনক, নামকরণ, বলা হয় থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাই গুরুত্ত্বসহকারে টপিকস টি পড়তে হবে ৷ এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

প্রশ্নঃ জ্ঞানের দরজা বলা হয় কাকে?

উত্তরঃ ✅ হযরত আলী (রা.)-কে

জ্ঞানের দরজা বলা হয় হযরত আলী (রা.)-কে ৷


সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ⤵️

প্রশ্নঃ জ্ঞানের শহর বলা হয় কাকে?

উত্তরঃ হযরত মুহাম্মদ (স.)

উত্তরঃ হযরত আবু বকর (রা)

উত্তরঃ হযরত মূসা (আ)

কোন নবীর কোন উপাধী

১/ আদম আঃ উপাধী সফিউল্লাহ

২/ মুছা আঃ এর উপাধী কালিমুল্লাহ

৩/ ইব্রাহিম আঃ এর উপাধী কহ্লিলুল্লাহ

৪/ ইসমাঈল আঃ এর উপাধী যাবিহুল্লাহ

৫/ ঈছা আঃ এর উপাধী রুহুল্লাহ  

৬/ হযরত মুহাম্মাদ সাঃ আঃ হাবিবুল্লাহ।

উত্তরঃ হিজরি তৃতীয় শতককে ৷

উত্তরঃ ৮২ বার

চোখ রাখুনঃ—