বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি

Rate this post

বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি ? প্রিয় ভিউয়ার প্রশ্ন করে থাকেন যে, বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি ৷ আজকে বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটিতা জানতে পারবেন ৷ BCS সহ বিভিন্ন চাকুরি পরিক্ষায় দ্বীপ, পাহাড়-পর্বত, নদ-নদী থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাই গুরুত্ত্বসহকারে টপিকস টি পড়তে হবে ৷ এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি ?

উত্তরঃ সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়া দ্বীপ  ৷

আরও দেখুনঃ—

উত্তরঃ সামুদ্রিক মাছ শিকারের জন্য ৷

উত্তরঃ মেঘনা নদীর মোহনায় ৷

উত্তরঃ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অর্ন্তগত কুতুবজোম ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপ

উত্তরঃ পূর্বাশা বা নিউমুন ৷

উত্তরঃ মহেশখালী উপজেলা।

উত্তর : গোলাচর ।

উত্তরঃ কক্সবাজার ৷

উত্তরঃ পর্তুগিজরা।

উত্তরঃ আদিনাথ মন্দির, রাখাইন পাড়া ও স্বর্ণ মন্দির ৷

উত্তরঃ ভোলা ৷

চোখ রাখুনঃ—

দ্বীপ || পাহাড়-পর্বত || নদ-নদী