বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি

Rate this post

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ? প্রিয় ভিউয়ার প্রশ্ন করে থাকেন যে, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ৷ আজকে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি তা জানতে পারবেন ৷ BCS সহ বিভিন্ন চাকুরি পরিক্ষায় দ্বীপ, পাহাড়-পর্বত, নদ-নদী থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাই গুরুত্ত্বসহকারে টপিকস টি পড়তে হবে ৷ এরকম প্রশ্ন উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?

উত্তরঃ ভোলা (আয়তন ৩৪০৩ বর্গ কিমি.)

আরও দেখুনঃ—

উত্তরঃ প্রায় ৮ বর্গ কিলোমিটার ৷

উত্তরঃ গ্রিনল্যান্ড ৷

উত্তরঃ নারিকেল জিঞ্জিরা ৷

উত্তরঃ ইন্দোনেশিয়া ৷

উত্তরঃ কক্সবাজার।

উত্তর : জাভা দ্বীপ

উত্তরঃ চুনা পাথর ৷

উত্তরঃ হনসু ( ২,৩১,০০০ ) বর্গকিমি।

উত্তরঃ নাফ নদীর তীরে ৷

উত্তরঃ সুমাত্রা ৷

চোখ রাখুনঃ—

দ্বীপ || পাহাড়-পর্বত || নদ-নদী