প্রশ্নঃ জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Question: What is the name of the current Secretary General of the United Nations?
ব্যাখ্যাঃ জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্তনিও গুতেরেস ৷ বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য ৷ জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্তনিও গুতেরেস । তিনি ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন । উল্লেখ্য , তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন । মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব মহা থ্রায় সিথু উ থান্ট ছিলেন৷
-
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তরঃ ১৩৬ তম ৷
-
মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ মহা থ্রায় সিথু উ থান্ট ৷