বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মিত হচ্ছে?

5/5 - (2 votes)

প্রশ্নঃ বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মিত হচ্ছে?

Question: Bangabandhu tunnel is being built under which river?

  • ক) যমুনা
  • খ) মেঘনা
  • গ) সাংগু
  • ঘ) কর্ণফুলী

ঘ) কর্ণফুলী

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে ৷ টানেল চট্টগ্রাম বন্দরের সঙ্গে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে। ২৪ ফেব্রুয়ারি ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। চট্টগ্রাম শহরে নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেন বিশিষ্ট বঙ্গবন্ধু সড়ক টানেল ( কর্ণফুলী টানেল ) নির্মাণ করা হচ্ছে । এর দৈর্ঘ্য ৩.৪০ কি.মি .। ২০১৯ সালে টানেলটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । আর ২০২২ সালে এর নির্মাণ কাজ শেষ হবে । বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে নির্মিত প্রথম ও দীর্ঘতম এ সুড়ঙ্গপথের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লি .। এ টানেল নির্মাণ শেষে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ‘ One city two towns ‘ .চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি সিটি-টু টাউন।

  • বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?

    উত্তরঃ ৩.৪৩ কি.মি.

  • বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে নির্মিত হচ্ছে?

    উত্তরঃ কর্ণফুলী