প্রশ্নঃ জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP-26 কোথায় অনুষ্ঠিত হয়?
Question: Where is the international climate conference COP-26 held?
ব্যাখ্যাঃ জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP-26 স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয় ৷ কপ(COP) এর পূর্ণরুপ হলো কনফারেন্স অব দ্য পার্টিজ। ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ ২৬ অনুষ্ঠিত হয় । এ সম্মেলনের আয়োজক UNFCCC . কপ -২৬ সম্মেলনের লক্ষ্য হলো , ২০৫০ সালের মধ্যে মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে আনা এবং বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ° সেলসিয়াসের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি ত্বরান্বিত করা ।