ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে?

Rate this post

প্রশ্নঃ ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে?

Question: “Inca” civilization developed in which region?

  • ক) জেরুজালেম
  • খ) পেরু
  • গ) রোম
  • ঘ) মিশর

খ) পেরু

ব্যাখ্যাঃ “ইনকা” সভ্যতার বিকাশ ঘটে পেরু অঞ্চলে ৷ দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় ১৫ শতকে যে সাম্রাজ্য গড়ে ওঠে তা ইনকা সাম্রাজ্য নামে পরিচিত । দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা। ইনকারা তাদের আবাস ভূমিকে বলত “তাওয়ানতিনসুইয়ু”। আমেরিকার স্থানীয় অধিবাসীদের গড়া সবচেয়ে বড় সাম্রাজ্য হচ্ছে ইনকা । পেরুর কোস্কো এলাকা কেন্দ্রিক গড়ে উঠলেও ইনকা সাম্রাজ্য পরবর্তীকালে সমগ্র পেরু , বলিভিয়া , দক্ষিণ ইকুয়েডর , উত্তর আর্জেন্টিনা ও উত্তর চিলির একটি বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়ে ।