প্রশ্নঃ বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি বলা হয় কাকে?
Question: In Bengali literature, who is called the poet of the turning point?
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত কে ৷ ঈশ্বরচন্দ্র গুপ্তকে বাংলা সাহিত্যের যুগ সুন্দর কবি বলা হয় । ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে ১৮০১ সাল থেকে বাংলা হলেও বাংলা কাব্যসাহিত্যে ১৮৬১ সালে ‘ মেঘনাদবধ ‘ প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রকৃত অর্থে আধুনিকতা শুরু হয়নি । এই একশ ( ১৭৬০ ১৮৬০ ) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র । ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব – দেবীর কাহিনী বর্জন করে ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন । তাঁর কবিতায় সমাজচেতনা থেকে শুরু করে দেশাত্মবোধ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠে । আবার তাঁর কবিতায় কবিয়াল ও শায়েরদের রচনার ঢং , পয়ার ও ত্রিপদীর ব্যবহারও লক্ষণীয় । তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য – বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা – বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ।