কয়টি একক ফসলের উন্নয়ন সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয়?

Rate this post

প্রশ্নঃ কয়টি একক ফসলের উন্নয়ন সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয়?

Question: Directorate of Agricultural Extension is formed by merging how many single crop development agencies?

  • ক) চারটি
  • খ) পাঁচটি
  • গ) ছয়টি
  • ঘ) আটটি

গ) ছয়টি

ব্যাখ্যাঃ ছয়টি একক ফসলের উন্নয়ন সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয় ৷ কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি এবং কৃষকের জীবন যাত্রার মান উন্নয়ন করে থাকে ৷ কৃষি প্রযুক্তি সম্প্রসারণে নিয়োজিত ৬ টি উন্নয়ন সংস্থাকে একত্রিত করে ১৯৮২ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয় । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৯৮২ সালে গঠিত হয় ৷ সদর দপ্তর ঢাকায় ৷

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোথায় অবস্থিত?

    উত্তরঃ ঢাকা ৷

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কত সালে বাংলাদেশের প্রথম সরকারি কল সেন্টার চালু করে?

    উত্তরঃ জুন মাসের ২০১৪ সালে