উদ্ভিদের কোন উপাদানগুলোকে পুষ্টি উপাদান বলে?

Rate this post

প্রশ্নঃ উদ্ভিদের কোন উপাদানগুলোকে পুষ্টি উপাদান বলে?

Question: Which elements of plants are called nutrients?

  • ক) N , P , K
  • খ) C , H , O
  • গ) Ca , Mo , S
  • ঘ) As , Hg , Si

ক) N , P , K

ব্যাখ্যাঃ উদ্ভিদের N , P , K উপাদানগুলোকে পুষ্টি উপাদান বলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য ৪টি বেসিক উপাদান দরকার। সেগুলো হলো, মাটি, পানি, বায়ু ও সূর্যালোক। যে সমস্ত পুষ্টি উপাদান বীজের অংকুরোদগম , গাছের স্বাভাবিক বৃদ্ধি ও গঠনগত উন্নয়ন এবং বংশবৃদ্ধির লক্ষ্যে ফুল , ফল , বীজ উৎপাদনের জন্য অপরিহার্য এবং যাদের অনুপস্থিতিতে উদ্ভিদ তার জীবন চক্র সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না তাকে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান বলে । উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান মোট ১৬ টি । যেমন নাইট্রোজেন ( N ) , পটাসিয়াম ( K ) , ফসফরাস ( P ) , ক্যালসিয়াম ( Ca ) , ম্যাগনেসিয়াম ( Mg ) , কার্বন ( C ) , হাইড্রোজেন ( H ) , অক্সিজেন ( O ) , সালফার ( S ) ও লৌহ ( Fe ) । অন্যদিকে , উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাকে মাইক্রো মৌল বলে । যেমন : দস্তা ( Zn ) , ম্যাংগানিজ ( Mn ) , মৌলিবডেনাম ( Mo ) , বোরন ( B ) , তামা ( Cu ) ও ক্লোরিন ( Cl ) ।

  • উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান কয়টি?

    উত্তরঃ ৯টি ৷

  • উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি?

    উত্তরঃ ১৬ টি ৷