পটাশিয়ামবাহী সার কোনটি?

Rate this post

প্রশ্নঃ পটাশিয়ামবাহী সার কোনটি?

Question: Which potassium fertilizers?

  • ক) ইউরিয়া
  • খ) টিএসপি
  • গ) ডিএপি
  • ঘ) মিউরিয়েট অব পটাশ

ঘ) মিউরিয়েট অব পটাশ ৷

ব্যাখ্যাঃ পটাশিয়ামবাহী সার মিউরিয়েট অব পটাশ ৷ রাসায়নিক সারের নাম— ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, রক ফসফেট.,ডি.এ.পি, মিউরিয়েট অব পটাশ ৷ মিউরেট অব পটাশ এক ধরনের রাসায়নিক সার । কৃষিকাজে ব্যবহার্য পটাশিয়াম ক্লোরাইডকে ( KCI ) মিউরেট অব পটাশ বলা হয় । মিউরেট অব পটাশিয়াম সংকেত kcl.

  • গাছের বৃদ্ধির জন্য কোন সার প্রয়োজন?

    উত্তরঃ ইউরিয়া সার

  • নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

    উত্তরঃ ইউরিয়া