প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে?
অথবা, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
অথবা, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
অথবা, বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে?
Question: Who is the father of Bengali prose?
ব্যাখ্যাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বাংলা গদ্যের জনক বলা হয় ৷ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন । বিদ্যাসাগর বাংলা গদ্যকে সুললিত শব্দবিন্যাস , পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন । বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন , বাংলা গদ্যপ্রবাহ সমৃদ্ধির জন্য তিনি তাঁর গদ্যে ‘ উচ্চবচ ধ্বনিতরঙ্গ ’ ও ‘ অনতিলক্ষ্য ছন্দস্রোত ‘ সৃষ্টি করেন এবং বাংলা গদ্যের শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে , সেখানে যতি চিহ্ন প্রয়োগ করে বাংলা গদ্যেকে তিনি সাহিত্যগুণ সম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই তাকে বাংলা গদ্যের জনক বলা হয় ।
-
আধুনিক গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৷
-
ইংরেজি গদ্যের জনক কে?
উত্তরঃ জন ওয়াক্লিফ(John Wyclif) ৷