বাংলা গদ্যের জনক কে?

Rate this post

প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে?

অথবা, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?

অথবা, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

অথবা, বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে?

Question: Who is the father of Bengali prose?

  • ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ) উইলিয়াম কেরি
  • ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৷

ব্যাখ্যাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বাংলা গদ্যের জনক বলা হয় ৷ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন । বিদ্যাসাগর বাংলা গদ্যকে সুললিত শব্দবিন্যাস , পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন । বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন , বাংলা গদ্যপ্রবাহ সমৃদ্ধির জন্য তিনি তাঁর গদ্যে ‘ উচ্চবচ ধ্বনিতরঙ্গ ’ ও ‘ অনতিলক্ষ্য ছন্দস্রোত ‘ সৃষ্টি করেন এবং বাংলা গদ্যের শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে , সেখানে যতি চিহ্ন প্রয়োগ করে বাংলা গদ্যেকে তিনি সাহিত্যগুণ সম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই তাকে বাংলা গদ্যের জনক বলা হয় ।

  • আধুনিক গদ্যের জনক কে?

    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৷

  • ইংরেজি গদ্যের জনক কে?

    উত্তরঃ জন ওয়াক্লিফ(John Wyclif) ৷