প্রশ্নঃ আলালের ঘরের দুলাল উপন্যাস প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
Question: “Alaler gharer Dulal” novel was first serially published in which magazine?
ব্যাখ্যাঃ আলালের ঘরের দুলাল উপন্যাস প্রথমে মাসিক পত্রিকা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ৷ প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত ‘ আলালের ঘরের দুলাল ‘ ( ১৮৫৭ ) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস । এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ পত্রিকায় লিখতেন । এটি কথ্য ভাষায় লিখিত যা ‘ আলালি ভাষা ‘ নামে পরিচিত । উপন্যাসটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত হয় । আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।