ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে | Mother of the French Revolution

5/5 - (1 vote)
  • Bangla: ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে?
  • Hindi: किस शहर को फ्रांसीसी क्रांति की जननी कहा जाता है?
  • English: Which city is called the mother of the French Revolution?
  • Banglish: Foraci biplober jononi bola hoi kake?

Question: ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে? – Mother of the French Revolution

(ক)রোম
(খ)জাকার্তা
(গ)প্যারিস
(ঘ)ইস্তানবুল

উত্তরঃ (গ) প্যারিস


সংক্ষিপ্ত বর্ণনাঃ

প্যারিস শহরকে কেন ফরাসি বিপ্লবের জননী বলা হয়?

ফ্রান্সের রাজধানী প্যারিসকে প্রায় বলা হয়ে থাকে “ফরাসি বিপ্লবের জননী”(Mother of the French Revolution) ৷ কেননা এই শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক গুরুত্ত্বপূর্ণ ঘটনা ৷ আঠারো শতকের শেষের দিকে প্যারিস শুধুমাত্র ফ্রান্সের রাজনৈতিক রাজধানীই ছিল না, এটি ছিলো বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং সামাজিক অস্থিরতার কেন্দ্রও । ফ্রান্সের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য ও ক্ষোভের কারণেই ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল এই শহরে, যা আধুনিক ফরাসি ইতিহাসের গতিপথকে রূপ দেয়। এইভাবে, শহরটি ফরাসি বিপ্লবের “মা” হিসাবে তার খেতাব অর্জন করে ৷

একই ক্যাটাগরির প্রশ্নঃ

  1. বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ নিউইয়র্ক ৷

  2. শিক্ষা নগরী বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ময়মনসিংহ

  3. কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয়?

    উত্তরঃ ডেট্রয়েট

  4. বিগ আপেল বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ নিউইয়র্ককে

  5. বাংলাদেশের কোন শহরকে শান্তির নগরী বলা হয়?

    উত্তরঃ

  6. বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ বরিশাল ৷

  7. প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ব্যাংকক ৷

  8. বাজারের শহর বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ কায়রো ৷

  9. ভারতের কোন শহরকে wifi শহর বলে?

    উত্তরঃ বেঙ্গালুরু ৷

  10. মসজিদের শহর বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ঢাকা ৷

  11. কোন শহরকে সাত পাহাড়ের শহর বলা হয়?

    উত্তরঃ রোম ৷

  12. কোন শহরকে রিকশার শহর বলা হয়?

    উত্তরঃ ঢাকা ৷

  13. ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ প্যারিস ৷

  14. বাংলাদেশের কোন শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়?

    উত্তরঃ সিলেট ৷

  15. কোন শহরকে গোলাপি শহর বলা হয়?

    উত্তরঃ ভারতের জয়পুর ৷

  16. দক্ষিণ ভারতের কাশি কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ মাদুরাইকে ৷

  17. কোন শহরকে gulf tiger/গালফ টাইগার বলা হয়?

    উত্তরঃ দুবাই ৷

  18. চির শান্তির শহর বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ রোমকে ৷

  19. কোন শহরকে নীরব শহর বলা হয়?

    উত্তরঃ রোম ৷

  20. বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়?

    উত্তরঃ সিডনি ৷

  21. সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ ভারতের ব্যাঙ্গালোর ৷

  22. কোন শহরকে বাতাসের শহর বলা হয়?

    উত্তরঃ শিকাগো ৷

  23. ভারতের রোম কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ দিল্লি ৷

  24. থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ জয়পুর ৷

  25. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়?

    উত্তরঃ শিকাগো ৷

  26. কোন শহরকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয়?

    উত্তরঃ উইলসিংটন ৷

  27. কোন শহরকে নিশাচর শহর বলে?

    উত্তরঃ কায়রো।

  28. প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ কলকাতা ৷

  29. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ঠাকুরগাঁও জেলাকে।

  30. প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ওসাকা, জাপান ৷

  31. Tech City কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ পূনেকে ৷

  32. কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়?

    উত্তরঃ জেনেভা ৷

  33. কোন শহরকে স্বর্ণের শহর বলা হয়?

    উত্তরঃ জোহান্সবার্গ

  34. কোন শহরকে হ্রদের শহর বলা হয়?

    উত্তরঃ হায়দ্রাবাদ ।

  35. ভারতের গ্লাসগো কোন শহরকে বলে?

    উত্তরঃ হাওড়াকে ৷

  36. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ চট্টগ্রাম ৷

  37. City of literature বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ এডিনবার্গ (যুক্তরাজ্য) ৷