- Bangla: ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে?
- Hindi: किस शहर को फ्रांसीसी क्रांति की जननी कहा जाता है?
- English: Which city is called the mother of the French Revolution?
- Banglish: Foraci biplober jononi bola hoi kake?
Question: ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে? – Mother of the French Revolution
(ক) | রোম |
(খ) | জাকার্তা |
(গ) | প্যারিস |
(ঘ) | ইস্তানবুল |
সংক্ষিপ্ত বর্ণনাঃ
প্যারিস শহরকে কেন ফরাসি বিপ্লবের জননী বলা হয়?
ফ্রান্সের রাজধানী প্যারিসকে প্রায় বলা হয়ে থাকে “ফরাসি বিপ্লবের জননী”(Mother of the French Revolution) ৷ কেননা এই শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক গুরুত্ত্বপূর্ণ ঘটনা ৷ আঠারো শতকের শেষের দিকে প্যারিস শুধুমাত্র ফ্রান্সের রাজনৈতিক রাজধানীই ছিল না, এটি ছিলো বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং সামাজিক অস্থিরতার কেন্দ্রও । ফ্রান্সের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য ও ক্ষোভের কারণেই ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল এই শহরে, যা আধুনিক ফরাসি ইতিহাসের গতিপথকে রূপ দেয়। এইভাবে, শহরটি ফরাসি বিপ্লবের “মা” হিসাবে তার খেতাব অর্জন করে ৷
একই ক্যাটাগরির প্রশ্নঃ
-
বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে?
উত্তরঃ নিউইয়র্ক ৷
-
শিক্ষা নগরী বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ময়মনসিংহ ৷
-
কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয়?
উত্তরঃ ডেট্রয়েট ৷
-
বিগ আপেল বলা হয় কোন শহরকে?
উত্তরঃ নিউইয়র্ককে ৷
-
বাংলাদেশের কোন শহরকে শান্তির নগরী বলা হয়?
উত্তরঃ
-
বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে?
উত্তরঃ বরিশাল ৷
-
প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ব্যাংকক ৷
-
বাজারের শহর বলা হয় কোন শহরকে?
উত্তরঃ কায়রো ৷
-
ভারতের কোন শহরকে wifi শহর বলে?
উত্তরঃ বেঙ্গালুরু ৷
-
মসজিদের শহর বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ঢাকা ৷
-
কোন শহরকে সাত পাহাড়ের শহর বলা হয়?
উত্তরঃ রোম ৷
-
কোন শহরকে রিকশার শহর বলা হয়?
উত্তরঃ ঢাকা ৷
-
ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে?
উত্তরঃ প্যারিস ৷
-
বাংলাদেশের কোন শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়?
উত্তরঃ সিলেট ৷
-
কোন শহরকে গোলাপি শহর বলা হয়?
উত্তরঃ ভারতের জয়পুর ৷
-
দক্ষিণ ভারতের কাশি কোন শহরকে বলা হয়?
উত্তরঃ মাদুরাইকে ৷
-
কোন শহরকে gulf tiger/গালফ টাইগার বলা হয়?
উত্তরঃ দুবাই ৷
-
চির শান্তির শহর বলা হয় কোন শহরকে?
উত্তরঃ রোমকে ৷
-
কোন শহরকে নীরব শহর বলা হয়?
উত্তরঃ রোম ৷
-
বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়?
উত্তরঃ সিডনি ৷
-
সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?
উত্তরঃ ভারতের ব্যাঙ্গালোর ৷
-
কোন শহরকে বাতাসের শহর বলা হয়?
উত্তরঃ শিকাগো ৷
-
ভারতের রোম কোন শহরকে বলা হয়?
উত্তরঃ দিল্লি ৷
-
থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?
উত্তরঃ জয়পুর ৷
-
কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়?
উত্তরঃ শিকাগো ৷
-
কোন শহরকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয়?
উত্তরঃ উইলসিংটন ৷
-
কোন শহরকে নিশাচর শহর বলে?
উত্তরঃ কায়রো।
-
প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয়?
উত্তরঃ কলকাতা ৷
-
বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ঠাকুরগাঁও জেলাকে।
-
প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ওসাকা, জাপান ৷
-
Tech City কোন শহরকে বলা হয়?
উত্তরঃ পূনেকে ৷
-
কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়?
উত্তরঃ জেনেভা ৷
-
কোন শহরকে স্বর্ণের শহর বলা হয়?
উত্তরঃ জোহান্সবার্গ ৷
-
কোন শহরকে হ্রদের শহর বলা হয়?
উত্তরঃ হায়দ্রাবাদ ।
-
ভারতের গ্লাসগো কোন শহরকে বলে?
উত্তরঃ হাওড়াকে ৷
-
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?
উত্তরঃ চট্টগ্রাম ৷
-
City of literature বলা হয় কোন শহরকে?
উত্তরঃ এডিনবার্গ (যুক্তরাজ্য) ৷