প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
উত্তরঃ কবি - কাহিনী । ( অপশনে ‘ কবি - কাহিনী ' না থাকলে উত্তর হবে ' বনফুল ' ) ৷
আরও দেখুনঃ
1. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি ?
উঃ হিন্দু মেলার উপহার ৷
2. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি ?
উঃ বৌ – ঠাকুরাণীর হাট ।
3. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি ?
উঃ বাল্মীকি প্রতিভা ।
4. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কি ?
উঃ বিবিধপ্রসঙ্গ ।
5. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি ?
উঃ ভিখারিণী ।
6. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পগ্রন্থের নাম কি ?
উঃ ছোটগল্প । ১০ ।
7. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পসংগ্রহের নাম কী ?
উঃ ছোটগল্প ।
8. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা সংকলনের নাম কী ?
উঃ চয়নিকা ।
9. চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি ?
উঃ ঘরে বাইরে ।
10. গদ্যছন্দে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী ? উঃ পুনশ্চ ।
11. রবীন্দ্রনাথ ঠাকুরের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম নাটকের নাম কী ?
উঃ বিসর্জন ।
12. রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন নাটকে অভিনয় করেন ?
উঃ নটীর পূজা । [ নোট : এটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি ‘ নৃত্যনাট্য ‘ ।
1. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ?
উঃ উঃ ভানুসিংহ ঠাকুর ।
2. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সংকলনের নাম কী ?
উঃ সঞ্চয়িতা ।