প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন কত জন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন ১৫ জন ৷ ভাই-বোন: ১৫ জন। ভাই ৯জন, বোন ৬জন। ভাইদের নাম: ১। দিজেন্দ্রনাথ ঠাকুর ২। সত্যেন্দ্রনাথ ঠাকুর ৩। হেমেন্দ্রনাথ ঠাকুর ৪। ধীরেন্দ্রনাথ ঠাকুর ৫। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ৬। পুণ্যেন্দ্রনাথ ঠাকুর ৭। সোমন্দ্রেনাথ ঠাকুর ৮। রবীন্দ্রনাথ ঠাকুর ৯। বুধেন্দ্রনাথ ঠাকুর। বোনদের নাম: ১. সৌদামিনি দেবী ২. সুকুমারী দেবী ৩. শরৎকুমারী দেবী ৪. স্বর্ণকুমারী দেবী ৫. বর্ণকুমারী দেবী।
আরও দেখুনঃ
1. রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা – মাতার কততম সন্তান ?
উঃ চতুৰ্দশ সন্তান ৷
2. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয় ?
উঃ তের বছর বয়সে ।
3. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম – মৃত্যুর তারিখ কত ?
উঃ জন্মঃ ১৮৬১ সালের ৭ মে এবং ২৫ শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে । মৃত্যু ১৯৪১ সালের ৭ আগস্ট এবং ২২ - শে শ্রাবণ , ১৩৪৮ বঙ্গাব্দে ।
4. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি ?
উঃ বৌ - ঠাকুরাণীর হাট ।
1. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয় ?
উঃ তের বছর বয়সে ।
2. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি ?
উঃ বৌ – ঠাকুরাণীর হাট ।