বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী ?

Rate this post

প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী ?

  • চর্যাপদ
  • শ্রীকৃষ্ণকীর্তন
  • শূন্যপুরাণ
  • নিরঞ্জনের রুম্মা

ব্যাখ্যা বা explanation

ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ । ১৯০৭ সালে নেপালের রয়েল লাইব্রেরি থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদটি আবিষ্কার করেন । শ্রীকৃষ্ণকীর্তন ‘ মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষায় কোনো লেখকের একক গ্রন্থও এটি । রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম শূন্যপুরাণ । ‘ নিরঞ্জনের রুম্মা ‘ শূন্যপুরাণ নামক কাব্যগ্রন্থের অংশবিশেষ ।

1. চর্যাপদ কে আবিষ্কার করেন ?

উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী ৷

2. চর্যাপদের আদি কবি কে ?

উত্তরঃ লুইপা ৷