প্রশ্নঃ চর্যাপদ কোন ছন্দে লেখা ?
ব্যাখ্যা বা Explanation
ব্যাখ্যাঃ চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা ৷
আরও পড়ুনঃ
1. প্রশ্ন : চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা কে ?
2. প্রশ্ন : চর্যাপদের ইংরেজি অনুবাদকের নাম কী ?
3. প্রশ্নঃ কোন সাহিত্য কর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে ?
4. প্রশ্নঃ চর্যাপদের উপর রচিত ডক্টর মুহম্মদ শহীদুল্লার গবেষণামূলক গ্রন্থের নাম কী ?
5. প্রশ্নঃ চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে ?
6. প্রশ্ন : চর্যাপদের ধর্মমত নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন কে ?
1. চর্যাপদ মূলত কোন ধর্ম নিয়ে রচিত ?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম ।
2. চর্যাপদের আবিষ্কারক কে ?
উত্তরঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ।