চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন

Rate this post

প্রশ্নঃ চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?

  • হরপ্রসাদ শাস্ত্রী
  • সুকুমার সেন
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

ব্যাখ্যা বা Explanation

ব্যাখ্যাঃ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুনঃ

1. প্রশ্নঃ চর্যাপদকে সংক্ষেপে কী বলা হয় ?

উত্তরঃ ‘ বৌদ্ধগান ও দোহা ‘ বা ‘ চর্যাপদ ‘ ।

2. প্রশ্ন : চর্যাপদের কোন কবির কোনো পদ পাওয়া যায় নি ?

উত্তরঃ তন্দ্রীপা ।

3. প্রশ্নঃ চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে ?

উত্তরঃ বঙ্গীয় সাহিত্যে পরিষদ ।

4. প্রশ্ন : চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা কে ?

উত্তরঃ ভুসুকুপা ( ৮ টি ) ।

5. প্রশ্নঃ চর্যাপদ কত সালে প্রকাশিত হয় ?

উত্তরঃ ১৯১৬ সালে ।

6. প্রশ্নঃ চর্যাপদের ইংরেজিতে অনূদিত গ্রন্থের নাম কী ?

উত্তরঃ Mystic Poetry of Bangladesh

1. কে চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?

উত্তরঃ মুনিদত্ত ৷

2. চর্যাপদের ভাষা কী ?

উত্তরঃ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা ।