চর্যাপদের মহিলা কবি কে

Rate this post

প্রশ্নঃ চর্যাপদের মহিলা কবি কে ?

  • চন্দ্রাবতী
  • মহাশ্বেতা দেবী
  • বেগম রোকেয়া
  • কুক্কুরীপা

ব্যাখ্যা বা Explanation

ব্যাখ্যাঃ চর্যাপদের মহিলা কবি হলেন কুক্কুরীপা ৷

আরও পড়ুনঃ

1. প্রশ্নঃ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে , চর্যাপদের আদি কবি কে ?

উত্তরঃ শবরপা ।

2. প্রশ্ন : চর্যাপদের কোন কবির কোনো পদ পাওয়া যায় নি ?

উত্তরঃ তন্দ্রীপা ।

3. প্রশ্নঃ চর্যাপদের খণ্ডিত পদটির রচয়িতা কে ?

উত্তরঃ ভুসুকুপা ।

4. প্রশ্নঃ চর্যাপদের উপর রচিত ডক্টর মুহম্মদ শহীদুল্লার গবেষণামূলক গ্রন্থের নাম কী ?

উত্তরঃ Buddhist Mystic Songs

5. প্রশ্নঃ চর্যাপদ কত সালে প্রকাশিত হয় ?

উত্তরঃ ১৯১৬ সালে ।

6. প্রশ্ন : চর্যাপদের ধর্মমত নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন কে ?

উত্তরঃ ড . মুহম্মদ শহীদুল্লাহ ।

1. চর্যাপদের প্রথম পদ কোনটি ?

উত্তরঃ লুইপা কর্তৃক রচিত- “ কাআ তরুবর পাঞ্চ বি ডাল চঞ্চল চীএ পইঠা কাল ৷

2. চর্যাপদের ভাষা কী ?

উত্তরঃ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা ।