প্রশ্নঃ চর্যাপদ কোন ছন্দে রচিত ?
ব্যাখ্যা বা Explanation
ব্যাখ্যাঃ চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত ৷
আরও দেখুনঃ
প্রশ্নঃ চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে ?
উঃ বঙ্গীয় সাহিত্যে পরিষদ ।
প্রশ্নঃ চর্যাপদের আবিষ্কারক কে ?
উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ।
প্রশ্নঃ কোন স্থান থেকে চর্যাপদ আবিষ্কার করা হয় ?
উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থশালা / নেপালের রয়েল লাইব্রেরি ।
প্রশ্ন : চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় ?
উঃ ১৯০৭ সালে ( ১৩ ১৪ বঙ্গাব্দে ) ।
প্রশ্নঃ চর্যাপদ কত সালে প্রকাশিত হয় ?
উঃ ১৯১৬ সালে ( ১৩ ২৩ বঙ্গাব্দে ) ' বঙ্গীয় সাহিত্য পরিষদ ' ভাষায় বৌদ্ধগান ও দোহা ' নামে । থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় ' হাজার বছরের পুরাণ বাঙ্গালা
প্রশ্ন : চর্যাপদের মোট পদ সংখ্যা কত ?
উঃ ৫১ টি ।
1. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় ?
উত্তরঃ নেপাল ৷
2. চর্যাপদের সংস্কৃত টীকাকার কে ?
উত্তরঃ মুনিদত্ত ৷