চর্যাপদের আদি কবি কে

Rate this post

প্রশ্নঃ চর্যাপদের আদি কবি কে ?

  • কাহ্নপা
  • লুইপা
  • কুক্কুরীপা
  • শবরপা

আরও পড়ুনঃ

প্রশ্ন : কোন আমলে চর্যাপদ রচিত হয়েছে ?

উঃ পাল রাজাদের আমলে । 

প্রশ্নঃ চর্যাপদ রচনায় কারা পৃষ্টপোষকতা করেছেন ?

উঃ পাল রাজারা । 

প্রশ্নঃ চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে ?

উঃ বঙ্গীয় সাহিত্যে পরিষদ । 

প্রশ্নঃ চর্যাপদের আবিষ্কারক কে ?

উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী । 

প্রশ্নঃ কোন স্থান থেকে চর্যাপদ আবিষ্কার করা হয় ?

উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থশালা / নেপালের রয়েল লাইব্রেরি । 

প্রশ্ন : চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় ?

উঃ ১৯০৭ সালে ( ১৩ ১৪ বঙ্গাব্দে ) ।

1. চর্যাপদের পদকর্তা কতজন ?

উত্তরঃ চব্বিশ জন ৷

2. চর্যাপদের ইংরেজি অনুবাদক কে ?

উত্তরঃ হাসনা জসীমউদ্দীন মওদুদ ।