[MCQ] গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?

5/5 - (2 votes)

প্রশ্নঃ গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?

অথবা, Gopalganj Kon Nodir Tire Obosthito?

()মধুমতি
()মেঘনা
()পদ্মা
()নিপার

উত্তরঃ ক) মধুমতি

ব্যাখ্যাঃ গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত ৷


গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত

একনজর দেখে নিইঃ

  • করতোয়া নদীর তীরে অবস্থিত-পঞ্চগড়৷
  • ধরলা নদীর তীরে অবস্থিত-কুড়িগ্রাম৷
  • ইছামতি নদীর তীরে অবস্থিত-পাবনা৷
  • ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত-মুন্সিগঞ্জ৷
  • কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত-বরিশাল৷
  • ভৈরব ও রূপসা নদীর মিলনস্থলে অবস্থিত-খুলনা৷
  • মধুমতি কোন নদীর শাখা নদী?

    উত্তরঃ পদ্মা৷

  • গোপালগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?

    উত্তরঃ ১৯৮৪ সালে