[MCQ] ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি?

5/5 - (8 votes)

ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? আজকে টিউনটুনিতে পাবেন কাঙ্খিত প্রশ্নটির সঠিক উত্তর ৷ Malaria roger jibanur nam ki?

ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি?

No.Option
(ক)প্লাজমোডিয়াম ভিভাক্স
(খ)মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস
(গ)ভিব্রিও কলেরি
(ঘ)ডেঙ্গু ভাইরাস

(ক) প্লাজমোডিয়াম ভিভাক্স


ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি

সংক্ষেপে ব্যাখ্যা

ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম প্লাজমোডিয়াম। আর প্লাজমোডিয়াম ভিভাক্স হল প্লাজমোডিয়ামের একটি প্রজাতি যা মানুষের মধ্যে ম্যালেরিয়া সৃষ্টি করে। এটি এক ধরনের পরজীবী যা সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। প্লাজমোডিয়াম প্রজাতির জীবনচক্র জটিল প্রকৃতির ৷ এই জীবাণু একবার মানবদেহের অভ্যন্তরে প্রবেশ করলে ধীরে ধীরে এদের সংখ্যা বৃদ্ধি করে ৷ পরজীবীগুলি প্রথমে লিভারে সংখ্যাবৃদ্ধি করে এবং তারপরে লোহিত রক্তকণিকাকে সংক্রামিত করে। ম্যালেরিয়ার লক্ষণগুলির মধ্যে জ্বর, ঠান্ডা লাগা, ক্লান্তি এবং মাথাব্যথা হতে পারে ৷ এ লক্ষনগুলো দেখা দিলে অতি তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্য হতে হবে ৷