HSC বিলাসী গল্পের MCQ প্রশ্ন ও উত্তর | Bilashi Golpo mcq

5/5 - (1 vote)

HSC Bilashi Golpo mcq | বিলাসী গল্পের MCQ প্রশ্ন ও উত্তর: এইচএসসি ছাত্রছাত্রীদের পরিক্ষায় বাংলা প্রথমপত্র/বাংলা সাহিত্যে “বিলাসী” গল্প থেকে বহুনির্বাচনি/MCQ প্রশ্ন এসে থাকে ৷ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয়- ‘ভারতী’ পত্রিকায় ১৯১৮ সালে ৷ শিক্ষার্থী ভাই-বোনদের পড়ার সুবিধার্থে বিলাসী গল্প থেকে কিছু গুরুত্ত্বপূর্ণ MCQ উত্তরসহ দেওয়া হয়েছে ৷ আশা করি উপকৃত হবেন ৷ HSC সকল কবিতা/গল্পের MCQ পেতে আমাদের সাথেই থাকুন ৷ বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর ৷

 • ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয়- ‘ভারতী’ পত্রিকার বৈশাখ সংখ্যায়।
 • ‘বিলাসী’ গল্পটি বিবৃত হয়েছে- ‘ন্যাড়া’ নামের এক যুবকের জবানিতে।
 • ‘বিলাসী’ গল্পে ছায়াপাত ঘটেছে- শরৎচন্দ্রের প্রথম জীবনের।
 • ‘বিলাসী’ গল্পে দুই ব্যতিক্রমধর্মী মানব-মানবীর প্রেমের মহিমা ছাপিয়ে গেছে- জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা।
 • ‘বিলাসী’ গল্পে লেখকের অবস্থান- উত্তম পুরুষে।
 • বিলাসী স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছে- প্রেমের কারণে।
HSC বিলাসী গল্পের MCQ প্রশ্ন ও উত্তর | Bilashi Golpo mcq

আরও পড়ুনঃ

 1. আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ৷
 2. HSC ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ.
 3. আঠারো বছর বয়স কবিতার mcq
 4. বিদ্রোহী কবিতার mcq

HSC বিলাসী গল্পের MCQ প্রশ্ন ও উত্তর | Bilashi Golpo mcq

১. বিলাসী গল্পের লেখক কে?

(ক)রবীন্দ্র নাথ ঠাকুর
(খ)প্রমথ চৈধুরী
(গ)কাজী নজরুল ইসলাম
(ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহন করেন?

(ক)১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর
(খ)১৮৭৭ সালের ১৫ সেপ্টেম্বর
(গ)১৮৭৮ সালের ১৫ সেপ্টেম্বর
(ঘ)১৮৮০ সালের ১৫ সেপ্টেম্বর

উত্তরঃ (ক) ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর

৩. বিলাসী গল্পের খুড়া কোন বংশের?

(ক)মালো
(খ)মিত্তির
(গ)দত্ত
(ঘ)আচার্য

উত্তরঃ (খ) মিত্তির

৪. বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

(ক)সমকাল
(খ)দর্পন
(গ)ভারতী
(ঘ)কালবেলা

উত্তরঃ (গ) ভারতী

৫. বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক?

(ক)বিনয়ের
(খ)প্রেমনিষ্ঠার
(গ)কুণ্ঠার
(ঘ)সাহসিকতার

উত্তরঃ (খ) প্রেমনিষ্ঠার

৬. ”ঘন জঙ্গলের পথ, একটিু দেখে পা ফেলে যেয়ো” -উক্তিটি কার?

(ক)মৃত্যঞ্জয়
(খ)বিলাসী
(গ)ন্যাড়া
(ঘ)হৈমন্তী

উত্তরঃ (খ) বিলাসী

৭. ‘বিলাসী’ গল্পের গিয়াস উদ্দিন তোগলক কে ছিলেন?

(ক)রাজা
(খ)পর্যতক
(গ)সুলতান
(ঘ)সম্রাট

উত্তরঃ (ঘ) সম্রাট

৮. বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?

(ক)বিলাসী
(খ)মৃত্যুঞ্জয়
(গ)ন্যাড়া
(ঘ)খুড়া

উত্তরঃ (ক) বিলাসী

৯. বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে?

(ক)সরকারকে
(খ)ব্রাহ্মণকে
(গ)ইংরেজকে
(ঘ)ক্ষত্রিয়কে

উত্তরঃ (গ) ইংরেজকে

১০. বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো?

(ক)ফার্স্ট ক্লাসে
(খ)থার্ড ক্লাসে
(গ)ফোর্থ ক্লাসে
(ঘ)সেকেন্ড ক্লাসে

উত্তরঃ (খ) থার্ড ক্লাসে

১১. বিলাসী গল্পে ফুটে উঠেছে তৎকালীন হিন্দু সমাজের

(ক)বাল্যবিবাহ
(খ)বহুবিবাহ
(গ)বর্ণবৈষম্য
(ঘ)উচ্চাভিলাষিতা

উত্তরঃ (গ) বর্ণবৈষম্য

১২. “বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও।”- বিলাসী কেন একথা বলেছিল?

(ক)মার খাওয়ার ভয়ে
(খ)রুটিগুলো ঘরে দেওয়ার জন্য
(গ)মৃত্যুঞ্জয়কে দেখার জন্য
(ঘ)মৃত্যুঞ্জয়ের শ্রাদ্ধ করার জন্য

উত্তরঃ (খ) রুটিগুলো ঘরে দেওয়ার জন্য

১৩. ‘বিলাসী’ গল্পের সমাজব্যবস্থায় কোন বিষয়টি ফুটে উঠেছে?

(ক)পরোপকারী সমাজচিত্র
(খ)নিষ্ঠুর সমাজচিত্র
(গ)অসাম্প্রদায়িক সমাজচিত্র
(ঘ)কৃতজ্ঞ সমাজচিত্র

উত্তরঃ (খ) নিষ্ঠুর সমাজচিত্র

১৪. ‘বিলাসী’ গল্পের নামকরণে কিসের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে?

(ক)পার্শ্বিক চরিত্র
(খ)কেন্দ্রীয় চরিত্র
(গ)অপ্রধান চরিত্র
(ঘ)বিষয়বস্তু

উত্তরঃ (খ) কেন্দ্রীয় চরিত্র

১৫. ‘বিলাসী’ গল্পে কোন সময়ের সমাজব্যবস্থার স্বরূপ উন্মোচিত হয়েছে?

(ক)ষোলো শতকের
(খ)আঠারো শতকের
(গ)উনিশ শতকের
(ঘ)বিশ শতকের

উত্তরঃ (ঘ) বিশ শতকের

১৬. বিলাসী গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে

(ক)আকবর
(খ)হুমায়না
(গ)শাহজাহান
(ঘ)বাবর

উত্তরঃ (খ) হুমায়না

১৭. বিলাসী বিষপানে আত্মহত্যা করে কেন?

(ক)স্বামীর শোকে
(খ)নিজেকে গোপন রাখতে
(গ)অসুখে রক্ষা পেতে
(ঘ)কোনটি নয়

উত্তরঃ (ক) স্বামীর শোকে

১৮. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কত দিন বেঁচে ছিলেন?

(ক)বারো দিন
(খ)কুড়ি দিন
(গ)সাত দিন
(ঘ)চৌদ্দ দিন

উত্তরঃ (গ) সাত দিন

১৯.‘বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে?

(ক)বিষপানে
(খ)অনাহারে
(গ)বর্জঘাত
(ঘ)ম্যালেরিয়া

উত্তরঃ (ক) বিষপানে

২০ ‘বিলাসী’ গল্পের নিকা শব্দের অর্থ কি?

(ক)বিয়ে
(খ)বিধবা
(গ)জন্মদিন
(ঘ)যুদ্ধ

উত্তরঃ (ক) বিয়ে

আরও তথ্যঃ—(এক নজর দেখে নেই)

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রিয় ভিউয়ার, উপরে এইচএসসি বিলাসী গল্পের MCQ বা বিলাসী গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এখন ‘বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরসহ’ জেনে নিন ৷ যেখানথেকে প্রায় MCQ আকারে আসতে পারে ৷

 • ‘বিলাসী’ গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র- বিলাসী।
 • বিলাসী প্রশ্নোক্ত কথাটি বলেছে- ন্যাড়াকে।
 • ‘বিলাসী’ গল্পে বিলাসী- সাপুড়ের মেয়ে।
 • ‘বিলাসী’ গল্পের কথক- ন্যাড়া।
 • ঘন জঙ্গল পাড়ি দিয়ে ন্যাড়া গিয়েছিল- অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে।
 • মৃত্যুঞ্জয় হলো- বিলাসীর স্বামী।
 • মৃত্যুঞ্জয়ের নামে গ্রামে কুৎসা রটাত- তার খুড়া।
 • ‘বিলাসী’ গল্পের প্রতিবাদী নারী চরিত্র- বিলাসী।
 • মৃত্যুঞ্জয়কে বিয়ে করার কারণে বিলাসীকে হতে হয়েছিল- লাঞ্ছিত ও সমাজচ্যুত।
 • বিলাসীর আত্মহননের পেছনে পরোক্ষভাবে ক্রিয়াশীল ছিল-কসংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থা।
 • বিদ্যা অর্জন করতে ছেলেদের যাতায়াত করতে হয়- চার ক্রোশ পথ।
 • মৃত্যুঞ্জয় পড়ত- থার্ড ক্লাসে।
 • মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহের উপায় ছিল- কুড়ি-পঁচিশ বিঘার আম-কাঁঠালের বাগান।
 • মৃত্যুঞ্জয়ের খুড়া আম-কাঁঠালের বাগানের দখল পেয়েছিলেন-উপরের আদালতের নির্দেশে।
 • মৃত্যুঞ্জয়কে সেবা করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে- সাপুড়ের কন্যা বিলাসী।
 • মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে ছিল-দশ-পনেরো দিন।
 • মৃত্যুজয় ‘অন্নপাপ’ করেছিল- নিম্ন বর্ণের বিলাসীর হাতে ভাত খেয়ে।
 • স্বগীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে চলে যান- কাশী।
 • ন্যাড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দিল- মশার কামড় সহ্য করতে না পেরে।
 • কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিয়ে হলো- সাপুড়ে।
 • সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা- শিকড় বিক্রি।
 • গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো- খরিশ গোখরার দংশনে।
 • বিলাসী বিষপানে আত্মহত্যা করে- মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সাত দিন পর।
 • হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী-বীণাপাণি বা সরস্বতী।
 • ‘কামচাকা’ হলো- রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত উপদ্বীপ।
 • বিখ্যাত সমুদ্র বন্দর এডেন- লবণ তৈরির জন্য প্রসিদ্ধ।
 • মোগল সম্রাট আকবরের পিতা- হুমায়ুন।
 • থার্ড ক্লাস হলো বর্তমানের- অষ্টম শ্রেণি।
 • ‘সত্য’ যুগ হলো হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের- প্রথম যুগ। ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বিখ্যাত ও সুপ্রাচীন তীর্থক্ষেত্র-কাশী।
 • ‘ধুচুনি’ হলো- চাল ইত্যাদি ধোয়ার জন্য বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি।
 • `হিন্দু ধর্মমতে, মনসা হলেন- সাপের দেবী।
 • কামাখ্যা – ভারতের আসাম রাজ্যে অবস্থিত প্রাচীন তীর্থস্থান।
 • বিষকন্ঠ শিব বা মহেশ্বরের অন্য নাম- মৃত্যুঞ্জয়।
 • ‘বাঙালির বিষ’ বলতে বোঝানো হয়েছে- বাঙালির ক্রোধ, বিদ্বেষের ক্ষণস্থায়িত্বকে।
 • মৃতের আত্মার সদগতি কামনার উদ্দেশ্যে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তাকে বলে- ভুজ্যি উচ্ছ্বগ্যু।
 • ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় হলেন- উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ।
 • Mammoth শব্দের অর্থ- মহাগজ বা অতিকায় হস্তী।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতোক্ষনে HSC বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এরকম অন্যান্য কবিতা/গল্পের এমসিকিউ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷