HSC প্রতিদান কবিতার MCQ প্রশ্ন উত্তর | Protidan Kobita mcq

5/5 - (1 vote)

HSC Protidan Kobita mcq | প্রতিদান কবিতার MCQ: এইচএসসি ছাত্রছাত্রীদের পরিক্ষায় বাংলা প্রথমপত্র/বাংলা সাহিত্যে “প্রতিদান কবিতা” থেকে বহুনির্বাচনি/MCQ প্রশ্ন এসে থাকে ৷ কবিতাটি কবি জসীমউদদীন ‘বালুচর‘ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ৷ শিক্ষার্থী ভাই-বোনদের পড়ার সুবিধার্থে প্রতিদান কবিতা থেকে কিছু গুরুত্ত্বপূর্ণ MCQ উত্তরসহ দেওয়া হয়েছে ৷ আশা করি উপকৃত হবেন ৷ HSC সকল কবিতা/গল্পের MCQ পেতে আমাদের সাথেই থাকুন ৷ প্রতিদান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ৷

HSC প্রতিদান কবিতার MCQ প্রশ্ন উত্তর |  Protidan Kobita mcq

HSC প্রতিদান কবিতার MCQ প্রশ্ন উত্তর | Protidan Kobita mcq

১. প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত?

(ক)অমিত্রাক্ষর
(খ)গদ্যছন্দ
(গ)যুক্তাক্ষর
(ঘ)মাত্রাবৃত্ত

উত্তরঃ (ঘ) মাত্রাবৃত্ত

২. প্রতিদান কবিতার চরণ সংখ্যা কতটি?

(ক)১৬টি
(খ)১৭টি
(গ)১৮টি
(ঘ)২০টি

উত্তরঃ (গ) ১৮টি

৩. প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক)ধানখেত
(খ)বালুচর
(গ)রাখালী
(ঘ)মাটির কান্না

উত্তরঃ (খ) বালুচর

৪. প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক)অনির্দিষ্টকালের ক্ষমা প্রদান
(খ)বাসযোগ্য, সুন্দর পৃথিবী বিনির্মাণ
(গ)অনিষ্টকারীকে শান্তি প্ৰদান
(ঘ)অপকারীর উপকার

উত্তরঃ (ঘ) অপকারীর উপকার

৫. প্রতিদান কবিতায় প্রতিদান শব্দের অর্থ কি?

(ক)রক্তের তেজ
(খ)শহিদের স্মৃতি
(গ)অবিনাশী বর্ণমালা
(ঘ)কৃষ্ণচূড়া ফুল

উত্তরঃ (খ) শহিদের স্মৃতি

৬. প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন?

(ক)ফুল
(খ)ঘৃণা
(গ)বাণ
(ঘ)ঘর

উত্তরঃ (ঘ) ফুল

৭. প্রতিদান কবিতায় কে পথের বিবাগী হয়েছেন?

(ক)লাল
(খ)পীত
(গ)নীল
(ঘ)কালো

উত্তরঃ (ক) লাল

৮. প্রতিদান কবিতায় কবি কাকে বুকভরা গান দেন?

(ক)হৃদয়ের উপত্যকাকে
(খ)বধ্যভূমিকে
(গ)পূর্ব বাংলাকে
(ঘ)রাজপথকে

উত্তরঃ (গ) পূর্ব বাংলাকে

৯. প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারী কে কি দিয়েছেন?

(ক)ক্ষমা
(খ)শান্তি
(গ)অর্থ
(ঘ)দয়া

উত্তরঃ (ক) ক্ষমা

১০. প্রতিদান কবিতায় কবি কি বিসর্জন দিয়েছেন?

(ক)আশা
(খ)ইচ্ছা
(গ)ক্ষুদ্র স্বার্থ
(ঘ)পরার্থপরতা

উত্তরঃ (গ) ক্ষুদ্র স্বার্থ

১১. প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে?

(ক)উদারতা
(খ)উদাসীনতা
(গ)বিমুখতা
(ঘ)নির্লিপ্ততা

উত্তরঃ (ক) উদারতা

১২. প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দিয়েছেন?

(ক)ফুল মালঞ
(খ)ভালোবাসা
(গ)বুকভরা গান
(ঘ)মমতা

উত্তরঃ (গ) বুকভরা গান

১৩. আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর- এ পঙক্তিতে কী বোঝানো হয়েছে?

(ক)পরোপকার
(খ)আত্মগ্লানি
(গ)সর্বংসহা মনোভাব
(ঘ)কৃতজ্ঞতাবোধ

উত্তরঃ (ক) পরোপকার

১৪. ‘প্রতিদান’ কবিতায় কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছে?

(ক)জীবনকে সার্থক করতে
(খ)প্রীতিময় পৃথিবী গড়তে
(গ)প্রতিহিংসা থেকে
(ঘ)অর্থের জন্য

উত্তরঃ (ক) জীবনকে সার্থক করতে

১৫. ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কীসে?

(ক)প্রতিহিংসায়
(খ)দয়ায়
(গ)পরার্থপরতায়
(ঘ)আত্মপ্রতিষ্ঠায়

উত্তরঃ (ঘ) গণজাগরণে যোগ দিতে

১৬. ‘প্রতিদান’ কবিতায় সমাজকে কী দ্বারা আক্রান্ত বলা হয়েছে?

(ক)পরচর্চা
(খ)আত্মস্বার্থ কামনা
(গ)লোভ
(ঘ)বিভেদ-হিংসা-হানাহানি

উত্তরঃ (ঘ) বিভেদ-হিংসা-হানাহানি

১৭. ‘প্রতিদান’ কবিতায় কবির উচ্চারণ কীসের বিপরীত?

(ক)প্রতিশোধ-প্রতিহিংসা
(খ)লোভ
(গ)আত্মত্যাগ
(ঘ)সংকীর্ণতা

উত্তরঃ (ক) প্রতিশোধ-প্রতিহিংসা

১৮. কবি কীভাবে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা করেন?

(ক)প্রেম ও ভালোবাসার মাধ্যমে
(খ)অর্থের মাধ্যমে
(গ)প্রতিহিংসা দিয়ে
(ঘ)প্রতিশোধ নিয়ে

উত্তরঃ (ক) প্রেম ও ভালোবাসার মাধ্যমে

১৯. ‘প্রতিদান’ কবিতায় কীসের প্রতিফলন লক্ষ করা যায়?

(ক)স্বার্থের
(খ)অর্থের
(গ)ভালোবাসার
(ঘ)মুক্তির

উত্তরঃ (গ) ভালোবাসার

২০. ‘প্রতিদান’ কবিতার মৌল প্রতিপাদ্য কোনটি?

(ক)ক্ষমা
(খ)সংকীর্ণতা
(গ)ক্ষমা ও পরোপকার
(ঘ)পরোপকার

উত্তরঃ (গ) ক্ষমা ও পরোপকার

আরও তথ্যঃ—(এক নজর দেখে নেই)

প্রিয় ভিউয়ার, উপরে এইচএসসি প্রতিদান কবিতার MCQ শিখেছেন ৷ এখন এই কবিতা কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য জেনে নিন ৷ যেখানথেকে প্রায় MCQ আকারে আসতে পারে ৷

  • ‘প্রতিদান’ কবিতাটি সংকলিত হয়েছে– ‘বালুচর’ কাব্যগ্রন্থ থেকে ৷
  • কবির ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেওয়ার কারণ- পরার্থপরতা।
  • প্রতিশোধ-প্রতিহিংসার পরিবর্তে কবি চেয়েছেন – ভালোবাসা।
  • অনিষ্টকারীর প্রতি কবির প্রতিদান- ক্ষমা ও মঙ্গল।
  • কবি ফুল দান করেন— কাঁটার বিনিময়ে।
  • কবি কাঁটার বদলে ফুল দান করেছেন— পরার্থপরতার কারণে।
  • কবিকে যে বিষে-ভরা বাণ দিয়েছে— কবি তাকে দেন বুকভরা গান ।
  • যে কবির ঘর ভেঙেছে— কবি তার ঘর তৈরি করে দেন।
  • কবি তাঁর অনিষ্টকারীর ঘর তৈরি করে দেন— পরোপকারী ও কল্যাণকামী মানসিকতার কারণে।
  • কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমাই করেননি— বরং তার উপকার করতে চেয়েছেন।
  • কবি তার জন্য ক্রন্দন করেন—যে কবিকে আঘাত করেছে ৷
  • যে কবির ঘুম কেরে নিয়েছে তার কথা চিন্তা করে কবি— রাত জেগে থাকেন ৷
  • কবিকে যে নিঃস্ব করেছে কবি তার জীবনে সাজাতে চান—রঙিন ফুলের বাগান দিয়ে ৷
  • যে কবিকে নিষ্ঠুর কথা বলে—কবি তার মুকখানি নানা উপকরনে সাজান ৷
  • বুকে আঘাতকারীর জন্য কান্নার মধ্যদিয়ে প্রকাশ পেয়েছে- কবির ক্ষমাশীলতা।
  • কবির মতে, ব্যক্তির প্রকৃত সুখ ও সার্থকতা নিহিত ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে।
  • অনিষ্টকারীর উপকার করার মধ্যদিয়ে কবি চেয়েছেন— পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে।
  • কবি ঘর ভাঙার প্রতিদানে ঘর বেঁধে দিয়েছেন।
  • কবি কেঁদে বেড়িয়েছেন— পরকে আপন করতে।
  • যে কবিকে বিবাগী করেছে কবি তাকে খুঁজে ফেরেন— পথে পথে।
  • কবিকে আঘাত করা হয়েছে— বুকে।
  • কবি বিষে-ভরা বাণের প্রতিদানে দিয়েছেন— বুকভরা গান ।
  • কবি কাঁটার প্রতিদানে দান করেছেন— ফুল ।
  • কবি ফুল মালঞ্চ গড়েছেন— রঙিন ফুলে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতোক্ষনে HSC প্রতিদান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এরকম অন্যান্য কবিতা/গল্পের এমসিকিউ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷