HSC আমার পথ MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | Amar Poth MCQ

5/5 - (1 vote)

HSC আমার পথ MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: এইচএসসি ছাত্রছাত্রীদের বাংলা প্রথমপত্র/বাংলা সাহিত্যে গল্পগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের লেখা অন্যতম একটি প্রবন্ধ হলো “আমার পথ” ৷ ‘আমার পথ’ প্রবন্ধ সংকলিত হয়েছে- ‘রুদ্র-মঙ্গল‘ থেকে ৷ যাইহোক আমার পথ প্রবন্ধের mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বিভিন্ন পরিক্ষায় এসে থাকে ৷ আজকের আর্টিকেলে আমার পথ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো, যা খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরিক্ষায় এসেছে তা শিখতে পারবেন ৷ এরকম এইসএসসি বাংলা বইয়ের গল্প-কবিতার MCQ পেতে আমাদের সাথেই থাকুন ৷

আরও পড়ুনঃ বিলাসী গল্প এমসিকিউ || সোনার তরী কবিতার এমসিকিউ || অপরিচিতা গল্পের এমসিকিউ || বায়ান্নর দিনগুলো এমসিকিউ || তাহারেই পড়ে মনে কবিতার এমসিকিউ || সিরাজউদ্দৌলা নাটকের এমসিকিউ || প্রতিদান কবিতার এমসিকিউ || বিদ্রোহী কবিতা এমসিকিউ || ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার এমসিকিউ || আঠারো বছর বয়স কবিতার এমসিকিউ এবং আরও অন্যান্য ৷

HSC আমার পথ MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | Amar Poth MCQ

পাঠ পরিচিতিঃ

 • ‘আমার পথ’ প্রবন্ধটির রচয়িতা- কাজী নজরুল ইসলাম।
 • ‘আমার পথ’ সংকলিত হয়েছে- ‘রুদ্র-মঙ্গল’ থেকে।
 • লেখক এমন এক ‘আমি’র আহ্বান করেছেন, যার পথ- সত্যের পথ।
 • সামাজিক বাধার কথা জেনেও লেখক প্রতিষ্ঠা করতে চেয়েছেন-নিজের বিশ্বাসকে।
 • অতি বিনয় প্রকাশে স্পষ্ট হয়ে ওঠে- আত্ম-অবমাননা।
 • নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয়- পরনির্ভরতা।
 • কবি নজরুলের সত্য অবিনয়কে মানলেও সহ্য করে না- অন্যায়কে ৷
 • নজরুল ভুল করতে রাজি আছেন, কিন্তু প্রস্তুত নন- ভণ্ডামি করতে।
 • উৎকৃষ্ট মানবসমাজ গড়ে তোলা সম্ভব- সম্প্রীতির মধ্য দিয়ে।
 • ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়- ভুল থেকে শিক্ষা নিলে।

কবি পরিচিতিঃ

 • কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন- চুরুলিয়া গ্রামে।
 • কাজী নজরুল ইসলামের জন্ম- ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ এ মে।
 • কাজী নজরূল ইসলাম পরিচিত- ‘বিদ্রোহী কবি’ হিসেবে।
 • কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী বলার কারণ- অন্যায় ও শোষণের প্রতিবাদ।
 • কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেন- ১৯১৭ খ্রিস্টাব্দে।
 • কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান- ৪৩ বছর বয়সে।
 • কাজী নজরুল ইসলামকে এদেশে বরণ করে নেওয়া হয়- স্বাধীনতার পরে।
 • কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে।
 • কাজী নজরুল ইসলামের উপন্যাস- ‘বাঁধনহারা’, ‘মৃত্যু-ক্ষুধা’, ‘কুহেলিকা’।
 • কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন- ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ এ আগস্ট।

HSC আমার পথ MCQ | Amar Poth MCQ

১. আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

(ক)যুগ-বাণী
(খ)দুর্দিনের যাত্রী
(গ)রুদ্র-মঙ্গল
(ঘ)রাজবন্দির জবানবন্দি

উত্তরঃ (গ) রুদ্র-মঙ্গল

২. আমার পথ কোন ধরনের রচনা?

(ক)উপন্যাস
(খ)ছোটগল্প
(গ)প্রবন্ধ
(ঘ)অভিবাষণ

উত্তরঃ (গ) প্রবন্ধ

৩. আমার পথ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন?

(ক)সত্য
(খ)মিথ্যা
(গ)ভয়
(ঘ)জ্ঞান

উত্তরঃ (ক) সত্য

৪. আমার পথ দেখাবে আমার সত্য- এই বাক্যে ফুটে উঠেছে

(ক)আত্ম-দম্ভ
(খ)আত্ম-চেতনা
(গ)আত্ম-অহংকার
(ঘ)আত্ম-প্রত্যয়

উত্তরঃ (ঘ) আত্ম-প্রত্যয়

৫. আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি?

(ক)ব্যক্তিসত্তার জাগরণ
(খ)সাম্য প্রতিষ্ঠা
(গ)শোষণের বিরুদ্ধে প্রতিবাদ
(ঘ)গণজাগরণ

উত্তরঃ (ক) ব্যক্তিসত্তার জাগরণ

৬. আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদের কি করে?

(ক)আপসকামী
(খ)শান্ত
(গ)ছোট
(ঘ)পরাধীন

উত্তরঃ (গ) ছোট

৭. আমার পথ প্রবন্ধ অনুসারে কীভাবে সত্যকে পাওয়া যায়?

(ক)মিথ্যার মধ্য দিয়ে
(খ)ভয়ের মধ্য দিয়ে
(গ)ভুলের মধ্য দিয়ে
(ঘ)জেদের মধ্য দিয়ে

উত্তরঃ (গ) ভুলের মধ্য দিয়ে

৮. আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন?

(ক)রাজভয়
(খ)শত্রুভয়
(গ)ভূতের ভয়
(ঘ)মাঝি

উত্তরঃ (ক) রাজভয়

৯. আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে?

(ক)রাষ্ট্র
(খ)সরকার
(গ)গান্ধীজি
(ঘ)নিজে

উত্তরঃ (ঘ) নিজে

১০. আমার পথ প্রবন্ধে কী ফুটে উঠেছে?

(ক)দেশপ্রেম
(খ)সত্যের স্বরূপ
(গ)মিথ্যার প্রবঞ্ছনা
(ঘ)ত্যাগের মহিমা

উত্তরঃ (খ) সত্যের স্বরূপ

১১. আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো—

(ক)পরাধীনতা
(খ)ভণ্ডামী
(গ)গোলামী
(ঘ)পরনির্ভরতা

উত্তরঃ (ক) পরাধীনতা

আমার পথ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২. আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে

(ক)অজ্ঞতার
(খ)স্বাবলম্বনহীনতার
(গ)মূর্খতার
(ঘ)আর্থিক দীনতার

উত্তরঃ (খ) স্বাবলম্বনহীনতার

১৩. আমার পথ প্রবন্ধ অবলম্বনে কোনটি সবচেয়ে বড় দাসত্ব?

(ক)পরাবলম্বন
(খ)গোলামি
(গ)ব্যক্তিত্বহীনতা
(ঘ)পরাধীনতা

উত্তরঃ (ক) পরাবলম্বন

১৪. আমার পথ প্রবন্ধে স্পষ্টকথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?

(ক)আগুনের ঝান্ডা
(খ)কর্ণধার
(গ)গাঙ্গীজি
(ঘ)অভিশাপ রথের সারথি

উত্তরঃ (ঘ) অভিশাপ রথের সারথি

১৫. আমার পথ প্রবন্ধে সবচেয়ে বড় দাসত্ব বলতে কী বোঝানো হয়েছে?

(ক)পরনির্ভরতাকে
(খ)পরাধীনতাকে
(গ)পরচর্চাকে
(ঘ)পরনিন্দাকে

উত্তরঃ (ক) পরনির্ভরতাকে

১৬. আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক কে?

(ক)ধর্ম
(খ)সত্য
(গ)দেশ
(ঘ)নেতা

উত্তরঃ (খ) সত্য

১৭. কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে?

(ক)সুভাষ বসু
(খ)মুজিবুর রহমান
(গ)মহাত্মা গান্ধী
(ঘ)ইন্দিরা গান্ধী

উত্তরঃ (গ) মহাত্মা গান্ধী

১৮. ‘ভুলের মধ্য দিয়েই তবে সত্যকে পাওয়া যায়।’ আমার পথ গল্পে উল্লিখিত উক্তিটি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন?

(ক)মানুষ মাত্রই ভুল
(খ)ভুল স্বীকার করার সক্ষমতা
(গ)ব্যর্থতা সফলতার মূলমন্ত্র
(ঘ)মিথ্যার মাধ্যমে সত্যকে উন্মোচন

উত্তরঃ (খ) ভুল স্বীকার করার সক্ষমতা

১৯. “আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন।” ‘আমার পথ গল্পে এই উক্তি দ্বারা কাজী নজরুল ইসলাম কি বুঝাতে চেয়েছেন?

(ক)পরাবলম্বন
(খ)নির্ভরতা
(গ)সম্মান
(ঘ)বিদ্রূপ

উত্তরঃ (ক) পরাবলম্বন

২০ ‘আমার পথ’ প্রবন্ধে নজরুল কীসের জয়গান গেয়েছেন??

(ক)নিজের সত্যের
(খ)নিজের অহমিকার
(গ)নিজের অস্তিত্বের
(ঘ)নিজের কাজের

উত্তরঃ (ক) নিজের সত্যের

২১ অন্তরে গোলামের ভাব দূর না হলে মানুষের মনের কী কাটবে না?

(ক)জড়তা
(খ)অসারতা
(গ)দাসত্বপনা
(ঘ)চাটুকারিতা

উত্তরঃ (গ) দাসত্বপনা

২২ ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়?

(ক)বার বার ভুল করে
(খ)ভুল থেকে শিক্ষা নিয়ে
(গ)ভুল চেপে রেখে
(ঘ)ভুল স্বীকার করে

উত্তরঃ (খ) ভুল থেকে শিক্ষা নিয়ে

আরও তথ্যঃ—(এক নজর দেখে নেই)

আমার পথ গল্পের MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর এর জন্য শিখে নিতে পারেন,,

প্রিয় ভিউয়ার, উপরে এইচএসসি আমার পথ কবিতার MCQ বা আমার পথ গল্পের নৈব্যক্তিক প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এখন আমার পথ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর এর জন্য কিছু নমুনা উত্তর জেনে নিন ৷ যেখানথেকে প্রায় MCQ আকারে আসতে পারে ৷

 • লেখককে পথ দেখাবে তাঁর- সত্য।
 • নিজের সত্যকে নিজের গুরু বলে জানা- অহংকার নয়। বেশি বিনয় দেখাতে গিয়ে অস্বীকার করা উচিত নয়- সত্যকে।
 • রাজভয়-লোকভয় কোনো ভয়ই বিপথে নিয়ে যাবে না- নিজের সত্যকে চিনলে।
 • যে সত্যকে চেনে তাকে ভীত করতে পারে না- বাইরের কোনো ভয়।
 • ভুলের মধ্য দিয়েই পাওয়া যায়- সত্যকে।
 • কোনো ভুল করেছি তা বুঝতে পারলে- প্রাণ খুলে ভুলটিকে স্বীকার করে নিতে হয়।
 • সত্য কথা বলায় কষ্ট পাওয়াটা- দুর্বলতা।
 • তারাই অসাধ্য সাধন করতে পারে- যারা নিজের সত্যকে বড়ো মনে করে।
 • সত্যকে লেখক বলেছেন তাঁর- পথপ্রদর্শক, গুরু, কান্ডারি।
 • প্রাবন্ধিকের দৃষ্টিতে যে পথ সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই তার- বিপথ নয়।
 • মানুষ নিজেকে চিনলে- নিজের সত্য ছাড়া অন্য কিছুকে কুর্নিশ করে না।
 • আগুনের ঝান্ডা বলতে বোঝায় আগুনে সব শুদ্ধ করে নিয়ে সত্যের পথে নিশান ওড়ানো।
 • নিজের ধর্মের সত্যকে জানলে- অন্যের ধর্মকে ঘৃণা করা যায় না।
 • লেখক তাঁর নিজের সত্যকে- নমস্কার করেছেন।
 • সত্যকে হৃদয়ে ধারণ করলে- মিথ্যার ভয় থাকে না। সত্যকে সত্যি করে চিনতে পারলে- অন্তরে মিথ্যার ভয় থাকে না।
 • যার মনে মিথ্যা- সে-ই মিথ্যাকে ভয় করে।
 • আমাদের মুক্তির পথ দেখাবে- আমাদের সত্য।
 • এক ধর্মের সাথে অন্য ধর্মের বিরোধ মিটবে- মনুষ্যত্ববোধ জাগ্রত হলে।
 • প্রাবন্ধিক বিপথ বলেছেন- সত্যবিরোধী পথকে।
 • প্রাবন্ধিকের বিশ্বাস তাঁকে বিপথগামী করতে পারবে না-
 • রাজভয়-লোকভয়।
 • প্রাবন্ধিকের মতে, নিজেকে নিজের কর্ণধার মনে করা- দম্ভ বা অহংকার নয়।
 • আত্মসত্যকে অস্বীকার করার ফলে মানুষ ক্রমেই- ছোটো হয়ে যায়।
 • প্রাবন্ধিকের মতে, বিনয়ের চেয়ে ভালো- অহংকারের পৌরুষ।
 • মানুষ আপন সত্য ছাড়া অন্যকে কুর্নিশ করে না- নিজেকে চিনলে।
 • মহাত্মা গান্ধী মানুষকে শিখিয়েছিলেন- স্বাবলম্বী হতে।
 • সবচেয়ে বড়ো দাসত্ব হলো- পরাবলম্বন।
 • সত্যবিরোধী পথ মানুষকে- বিপথগামী করে।
 • নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি- একটা জোর আসে।
 • আত্মাকে চেনার মাধ্যমে আসে- আত্মনির্ভরতা।
 • ভুলের মধ্য দিয়েই পাওয়া যায়- সত্যকে।
 • ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক বড়ো বলেছেন- মানবধর্মকে।
 • এ রচনায় প্রাবন্ধিকের অন্যতম উদ্দেশ্য- হিন্দু-মুসলমানের মিলন।
 • নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি- কর্ণধার। ‘কুর্নিশ’ শব্দের অর্থ- অভিবাদন জানানো।
 • সমাজ পরিবর্তনের চেষ্টায় প্রাবন্ধিক নিজেই বসেছেন- সারথির আসনে।
 • ‘মেকি’ শব্দের অর্থ- মিথ্যা বা কপট।
 • ‘আগুনের ঝান্ডা’ বলতে বোঝায়- অগ্নিপতাকা।
 • লেখক অগ্নিপতাকা উড়াতে চান- সমাজ থেকে ভণ্ডামি ও কপটতা দূর করতে।
 • দেশের শত্রু, যা কিছু মিথ্যা, মেকি প্রভৃতি দূর করতে প্রয়োজন- আগুনের সম্মার্জনা।
 • ‘সম্মার্জনা’ শব্দের অর্থ- ঘষে-মেজে পরিষ্কার করা।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতোক্ষনে HSC আমার পথ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এরকম অন্যান্য কবিতা/গল্পের এমসিকিউ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷