প্রশ্নঃ ব্যাকরণের কাজ কি ?
Explanation ( ব্যাখ্যা )
ব্যাখ্যাঃ ব্যাকরণ হলো ভাষার সংবিধান। এটি সংস্কৃত শব্দ। এটিকে বিশ্লেষণ করলে পাই, বি + আ + √কৃ + অন। । ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ । বাকরণকে বলা হয় ভাষার সংবিধান । ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন , রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে । মিসকে ব্যাকরণ চর্চার আদিভূমি হিসেবে উল্লেখ করা হয় । প্লেটোর বিখ্যাত ডায়ালগ – এ ব্যাকরণের কিছু নিয়ম – কানুনের উল্লেখ আছে । এরিস্টটল তাঁর ‘ পোয়েটিকস ‘ গ্রন্থে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেন । খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে ডাইওনোসাস থ্রাক্স তাঁর ‘ গ্রাম্মাতিকেই থাকনি ‘ গ্রন্থে প্রথম গ্রিক ভাষায় ‘ রূপতত্ত্ব ‘ নিয়ে আলোচনা করেন । এটি গ্রিক ব্যাকরণ রচনার প্রথম প্রয়াস ।