চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? আজকে টিউনটুনিতে পাবেন কাঙ্খিত প্রশ্নটির সঠিক উত্তর ৷ chakmadesr sobcheye boro dhormio utsob konti?

চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি?
No. | Choice |
---|---|
(ক) | ওয়ানগালা |
(খ) | সাংগ্রাই |
(গ) | বিজু |
(ঘ) | সান্দ্রে |
বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী থেকে আরও কিছু গুরুত্ত্বপূর্ণ প্রশ্নঃ
- গারো উপজাতিরা প্রধানত ময়মনসিংহ জেলায় বাস করে ৷
- বাংলাদেশের গারো উপজাতির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোনায় ৷
- উত্তরবঙ্গে বসবাসকারী উপজাতিদের ভাষা কুরুখ নামে পরিচিত ৷
- ‘ফাল্গুনী পূর্ণিমা’ চাকমাদের ধর্মীয় উৎসব ৷