কোন শহরকে গোলাপি শহর বলা হয় | Pink City

5/5 - (1 vote)
  • Bangla: কোন শহরকে গোলাপি শহর বলা হয়?
  • Hindi: गुलाबी नगरी किस शहर को कहा जाता है?
  • English: Which city is called pink city?
  • Banglish: Kon sahar k golapi shohor bola hoy?

Question: কোন শহরকে গোলাপি শহর বলা হয়? – Pink City

(ক)জয়পুর
(খ)যোধপুর
(গ)জব্বলপুর
(ঘ)শোলাপুর

উত্তরঃ (ক) জয়পুর


সংক্ষিপ্ত বর্ণনাঃ

ভারতের জয়পুরকে কেন গোলাপি শহর বলা হয়?

জয়পুর, ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী ৷ জয়পুর পিঙ্ক সিটি বা গোলাপের শহর নামে পরিচিত। এ শহরকে কেন গোলাপের শহর বলা হয় এ সম্পর্কে আগে হয়তো ভিন্ন তথ্য শুনতে পারেন ৷ তবে জয়পুরকে গোলাপের শহর নামে ডাকার পিছনে যে কারণটি সবথেকে বেশি জনপ্রিয় তা হলো ১৮৭৬ ​​সালের দিকে মহারাজা সওয়াই রাম সিং দ্বিতীয় ওয়েলস ভারতে সফররত প্রিন্স অ্যালবার্টকে স্বাগত জানাতে শহরটিকে একটি স্বতন্ত্র পোড়ামাটির গোলাপী রঙে আঁকার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে এখানকার সব ভবন ও বাড়ি গোলাপি রঙে রাঙানো আইন হয়ে যায়।

ঐতিহাসিক তথ্যানুযায়ী, গোলাপী হওয়ার আগে শহরটি সাদা রঙের ছিল। প্রিন্স অ্যালবার্টকে রাজার রাজ্যে আকর্ষণ বাড়ানোর জন্য রাজার স্ত্রীর নির্দেশে সমস্থ ভবন গোলাপি শহরে পরিনত করতে চেয়েছিলেন ৷ এছাড়াও ব্রিটিশ রাজপুত্রের সম্মানে একটি গ্র্যান্ড কনসার্ট হল তৈরি করা হয়েছিল, যার নাম আলবার্ট হল।(The city is called the Pink City)

একই ক্যাটাগরির প্রশ্নঃ

  1. বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ নিউইয়র্ক ৷

  2. শিক্ষা নগরী বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ময়মনসিংহ

  3. কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয়?

    উত্তরঃ ডেট্রয়েট

  4. বিগ আপেল বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ নিউইয়র্ককে

  5. বাংলাদেশের কোন শহরকে শান্তির নগরী বলা হয়?

    উত্তরঃ

  6. বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ বরিশাল ৷

  7. প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ব্যাংকক ৷

  8. বাজারের শহর বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ কায়রো ৷

  9. ভারতের কোন শহরকে wifi শহর বলে?

    উত্তরঃ বেঙ্গালুরু ৷

  10. মসজিদের শহর বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ঢাকা ৷

  11. কোন শহরকে সাত পাহাড়ের শহর বলা হয়?

    উত্তরঃ রোম ৷

  12. কোন শহরকে রিকশার শহর বলা হয়?

    উত্তরঃ ঢাকা ৷

  13. ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ প্যারিস ৷

  14. বাংলাদেশের কোন শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়?

    উত্তরঃ সিলেট ৷

  15. কোন শহরকে গোলাপি শহর বলা হয়?

    উত্তরঃ ভারতের জয়পুর ৷

  16. দক্ষিণ ভারতের কাশি কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ মাদুরাইকে ৷

  17. কোন শহরকে gulf tiger/গালফ টাইগার বলা হয়?

    উত্তরঃ দুবাই ৷

  18. চির শান্তির শহর বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ রোমকে ৷

  19. কোন শহরকে নীরব শহর বলা হয়?

    উত্তরঃ রোম ৷

  20. বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়?

    উত্তরঃ সিডনি ৷

  21. সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ ভারতের ব্যাঙ্গালোর ৷

  22. কোন শহরকে বাতাসের শহর বলা হয়?

    উত্তরঃ শিকাগো ৷

  23. ভারতের রোম কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ দিল্লি ৷

  24. থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ জয়পুর ৷

  25. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়?

    উত্তরঃ শিকাগো ৷

  26. কোন শহরকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয়?

    উত্তরঃ উইলসিংটন ৷

  27. কোন শহরকে নিশাচর শহর বলে?

    উত্তরঃ কায়রো।

  28. প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ কলকাতা ৷

  29. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ঠাকুরগাঁও জেলাকে।

  30. প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ ওসাকা, জাপান ৷

  31. Tech City কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ পূনেকে ৷

  32. কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়?

    উত্তরঃ জেনেভা ৷

  33. কোন শহরকে স্বর্ণের শহর বলা হয়?

    উত্তরঃ জোহান্সবার্গ

  34. কোন শহরকে হ্রদের শহর বলা হয়?

    উত্তরঃ হায়দ্রাবাদ ।

  35. ভারতের গ্লাসগো কোন শহরকে বলে?

    উত্তরঃ হাওড়াকে ৷

  36. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?

    উত্তরঃ চট্টগ্রাম ৷

  37. City of literature বলা হয় কোন শহরকে?

    উত্তরঃ এডিনবার্গ (যুক্তরাজ্য) ৷