বাঘের ডাক এক কথায় প্রকাশ কি? এ প্রশ্নের উত্তর জানতে অনেকেই অনলাইনে খুজে থাকেন ৷ প্রিয় ভিউয়ার, স্বাগতম আপনাকে আমাদের tunetuni.com ৷ এক কথায় প্রকাশ কিংবা বাক্য সংকোচন যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ বোর্ড পরীক্ষা, ভর্তি পরিক্ষা, চাকরি পরীক্ষাসহ যেকোন পরীক্ষার জন্য এক কথায় প্রকাশ | ek kothay prokash থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাই আপনাকে ব্যাকরনের এই অংশটি গুরুত্ব দিয়ে পড়তে হবে ৷

বাঘের ডাক কথায় প্রকাশ | ek kothay prokash
আপনারা অনলাইনে খুজে থাকেন,
1. বাঘের ডাক এক কথায় প্রকাশ কি?
2. বাঘের ডাক বাক্য সংকোচন কি?
3. এক কথায় প্রকাশ বাঘের ডাক
4. বাঘের ডাক এক কথায়
বাঘের ডাক এক কথায় প্রকাশ হলো -গর্জন।
আরও দেখুনঃ বিভিন্ন প্রানীর ডাক-এক কথায় প্রকাশ
1. বিড়ালের ডাক এক কথায় প্রকাশ- মিউমিউ |
2. কুকুরের ডাক এক কথায় প্রকাশ– ঘেউ ঘেউ |
3. কাকের ডাক এক কথায় প্রকাশ– কাকা |
4. হাঁসের ডাক এক কথায় প্রকাশ– প্যাঁক প্যাঁক |
5. মোরগের ডাক এক কথায় প্রকাশ-কোক্কুরুৎ |
6. পাখির ডাক এক কথায় প্রকাশ-কাকলি |
7. ভ্রমরের গান এক কথায় প্রকাশ-গুঞ্জন |
8. পাখির কলরব এক কথায় প্রকাশ-কূজন |
9. হাতির ডাক এক কথায় প্রকাশ-বৃংহতি |
10. গরুর ডাক এক কথায় প্রকাশ– হাম্বা |
11. সিংহের ডাক এক কথায় প্রকাশ– হুংকার |
12. ঘোড়ার ডাক এক কথায় প্রকাশ– হ্রেষা |
13. বাঘের ডাক এক কথায় প্রকাশ-গর্জন |
14. ময়ুরের ডাক এক কথায় প্রকাশ– কেকা |