ব্যাকটেরিয়া সম্পর্কে সকল MCQ | All Questions about Bacteria

5/5 - (4 votes)

All Questions about Bacteria | ব্যাকটেরিয়া সম্পর্কে সকল MCQ: আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, জীববিজ্ঞানের ব্যাকটেরিয়া টপিক্স থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ৷ তাই ব্যাকটেরিয়ার যাবতীয় ইনফোরমেশন আপনাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে ৷ এখানে এরকম কিছু গুরুত্বপূর্ণ mcq দিয়েছি যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে ৷ এরকম গুরুত্বপূর্ণ ট্রপিকগুলো mcq আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ সবাইকে ৷

ব্যাকটেরিয়া সম্পর্কে সকল MCQ | All Questions about Bacteria

ব্যাকটেরিয়া সম্পর্কে সকল MCQ | All Questions about Bacteria

1. ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?

(ক)রবার্ট কক
(খ)লিউয়েন হুক
(গ)রবার্ট হুক
(ঘ)এডয়ার্ড জেনার

উত্তরঃ লিউয়েন হুক (খ)

2. ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ কে কি বলে?

(ক)নিউমোনিয়া
(খ)যক্ষা
(গ)টাইফয়েড
(ঘ)জন্ডিশ

উত্তরঃ নিউমোনিয়া (ক)

3. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য দায়ী

(ক)পিল্লি
(খ)ফ্লাজেলা
(গ)শীথ
(ঘ)ক্যাপসুলস

উত্তরঃ ফ্লাজেলা (খ)

4. ব্যাকটেরিয়ার প্রধান জনন প্রক্রিয়া কোনটি?

(ক)অযৌন পদ্ধতি
(খ)যৌন পদ্ধতি
(গ)অঙ্গজ জনন
(ঘ)কোনটি নয়

উত্তরঃ অযৌন পদ্ধতি (ক)

5. ধানের ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটি?

(ক)টুংরো
(খ)RTBV
(গ)পাতাপোড়া
(ঘ)RTSV

উত্তরঃ পাতাপোড়া (গ)

6. কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি?

(ক)Vibrio
(খ)Pseudomonas
(গ)Spirillum
(ঘ)Sarcina

উত্তরঃ Vibrio (ক)

7. মানুষের অন্ত্রে কোন ব্যাকটেরিয়া বাস করে?

(ক)Xanthomonas citri
(খ)E. coli
(গ)Diplococcus penumoniae
(ঘ)Bacillus subtilis

উত্তরঃ E. coli (খ)

8. সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া কোনটি?

(ক)Xanthomonas citri
(খ)E. coli
(গ)Mycoplasma genitalium
(ঘ)Bacillus subtilis

উত্তরঃ Mycoplasma genitalium (ঘ)

9. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?

(ক)কমা
(খ)কক্কাস
(গ)ব্যাসিলাস
(ঘ)স্পাইরিলাস

উত্তরঃ কক্কাস (খ)

10. ব্যাকটেরিয়া কোষে কোনটি উপস্থিত থাকে?

(ক)প্লাসটিড
(খ)মাইটোকন্ড্রিয়া
(গ)নিউক্লিয়াস
(ঘ)ক্রোমাটিন বস্তু

উত্তরঃ ক্রোমাটিন বস্তু (ঘ)

11. কে সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান?

(ক)রবার্ট হুক
(খ)ডারউইন
(গ)অ্যান্টনি ফন লিউয়েন হুক
(ঘ)বিজ্ঞানী বেনডা

উত্তরঃ অ্যান্টনি ফন লিউয়েন হুক (গ)

12. মানবদেহে কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে?

(ক)Escherichia sp
(খ)Agrobacterium sp
(গ)Clostridium sp
(ঘ)Rhizobium sp

উত্তরঃ Escherichia sp (ক)

13. প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি?

(ক)Plagie vincenna
(খ)Yarsenia indinna
(গ)Yersenia pestis
(ঘ)Plagia tropica

উত্তরঃ Yersenia pestis (গ)

14. ব্যাকটেরিয়া অর্থ কি?

(ক)দন্ড
(খ)বিষ
(গ)এসিড
(ঘ)ক্ষার

উত্তরঃ দন্ড (ক)

15. কোন ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচে?

(ক)Azotobactor
(খ)Bacillus
(গ)Clostridium
(ঘ)Staphylococcus

উত্তরঃ Clostridium (গ)

16. কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে গ্যাস্ট্রিক আলসার নামক রোগ হয়?

(ক)ক্লোস্ট্রিডিয়াম বটুলিয়াম
(খ)এইচ পাইলোরি
(গ)নাইট্রোব্যাকটার
(ঘ)স্ট্যাফিলোকক্কাস এপিডারমিডিস

উত্তরঃ এইচ পাইলোরি (খ)

17. একটি ব্যাকটেরিয়া(Bacteria) কতটি কোষ দ্বারা গঠিত?

(ক)১টি
(খ)২টি
(গ)৪টি
(ঘ)বহুগুলো

উত্তরঃ ১টি (ক)

18. ভিনেগার তৈরিতে কোন ব্যাকটেরিয়া প্রয়োজন?

(ক)Lactobacillus
(খ)Acetobacter
(গ)Azotobacter
(ঘ)Rhizobium

উত্তরঃ Acetobacter (খ)

19. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?

(ক)chitin
(খ)cellulose
(গ)peptidoglycan
(ঘ)mannose

উত্তরঃ peptidoglycan (গ)

20. প্রথম gm ব্যাকটেরিয়া কবে আবিষ্কৃত হয়?

(ক)১৮৭৩
(খ)১৯৭২
(গ)১৯৭৩
(ঘ)১৯৭৫

উত্তরঃ ১৯৭৩ (গ)