[MCQ] আফ্রিকার রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?

5/5 - (7 votes)

আফ্রিকার রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? আজকে টিউনটুনিতে পাবেন কাঙ্খিত প্রশ্নটির সঠিক উত্তর ৷ South African odibasider nam ki?

আফ্রিকার রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?

No.Option
(ক)ঘানা
(খ)নাইজেরিয়া
(গ)মিশর
(ঘ)গাম্বিয়া

(গ) মিশর ৷

আফ্রিকার রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে

সংক্ষেপে ব্যাখ্যা

মিশরকে কেন আফ্রিকার রুটির ঝুড়ি বলা হয়?

মিশরকে আফ্রিকা মহাদেশের রুটির ঝুড়ি বলা হয় কারণ নীল নদের ধারে উর্বর জমি দেশ মিশর ৷ উর্বর জমির জন্য মিশর হাজার হাজার বছর ধরে কৃষিকাজে ব্যবহৃত হয়ে আসছে। নীল নদ ফসলের জন্য সেচের ব্যবস্থা করে থাকে ৷ ফলে বিভিন্ন ধরনের ফল ও সবজি, সেইসাথে গম এবং বার্লির মতো শস্য উৎপাদন করা সম্ভব হয়। এই ফসলগুলি বহু শতাব্দী ধরে মিশরের প্রধান খাদ্য এবং দেশের অর্থনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে চলেছে। উপরন্তু, মিশর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের গম উৎপাদনকারীদের মধ্যে একটি।