হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়?

5/5 - (2 votes)

প্রশ্নঃ হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়?

অথবা, হালদা নদীর উৎপত্তি কোথায়?

অথবা, Halda Nodir Utpotti Sthol Kothai?

()রাঙ্গামাটির শুভলং
()কাপ্তাই হ্রদ
()খাগড়াছড়ির বাদনাতলী, পর্বতশৃঙ্গ
()ব্রহ্মপুত্র নদ

উত্তরঃ গ) খাগড়াছড়ির বাদনাতলী, পর্বতশৃঙ্গ

ব্যাখ্যাঃ হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ।

হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়

একনজর দেখে নিইঃ

  • হালদা নদীর উৎপত্তিস্থল কোন জেলায়—খাগড়াছড়ি ৷
  • হালদা নদীর দৈর্ঘ্য কত-১০৬ কি.মি. ৷
  • হালদা নদীর গড় প্রস্থ ১৩৪ মিটার৷
  • হালদা কর্ণফুলী নদীর উপনদী।
  • হালদার প্রধান উপনদী ধুরুং খুবই খরস্রোতা।
  • হালদা নদী কিসের জন্য বিখ্যাত-মাতৃ মৎস ভাণ্ডার৷
  • কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশের জলসীমায়-হালদা নদী৷
  • এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোন নদী-হালদা নদী৷
  • হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?

    উত্তরঃ চীনের কুয়েনলুন পর্বত থেকে৷

  • আমাজন নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ দক্ষিন আমেরিকায় পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিস্‌মি নামক চূড়া হতে।