স্পেনের পূর্ব নাম কি?

5/5 - (2 votes)

প্রশ্নঃ স্পেনের পূর্ব নাম কি?

()আন্দালুসিয়া
()পোলাস্কা
()দ্য গল
()ক্যাথে

উত্তরঃ আন্দালুসিয়া

ব্যাখ্যাঃ স্পেনের পূর্ব নাম আন্দালুসিয়া৷

স্পেনের পূর্ব নাম কি

একনজর দেখে নিইঃ

  • ফ্রান্স এর পূর্বনাম-দ্য গল ৷
  • পোল্যান্ড এর পূর্বনাম- পোলাস্কা৷
  • থাইল্যান্ড এর পূর্বনাম- শ্যামদেশ৷
  • ইরাক এর পূর্বনাম- মেসোপটেমিয়া ৷
  • আঙ্কারা এর পূর্বনাম-অ্যাঙ্গেরা৷
  • সুইজারল্যান্ড এর পূর্বনাম- হেলভেটিয়া৷
  • স্পেনের রাজধানীর নাম কি?

    উত্তরঃ মাদ্রিদ।

  • স্পেনের মুদ্রার নাম কি?

    উত্তরঃ ইউরো৷