সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত?

5/5 - (2 votes)

প্রশ্নঃ সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত?

অথবা, সুন্দর বন কোন নদীর তীরে অবস্থিত?

অথবা, Sundarban Kon Nodir Tire Obosthito?

()ডাকাতিয়া
()শিবসা
()রুপসা
()চিতরা

উত্তরঃ খ) শিবসা

ব্যাখ্যাঃ সুন্দরবন শিবসা নদীর তীরে অবস্থিত ৷

সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত

একনজর দেখে নিইঃ

  • বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত-ঢাকা৷
  • কর্ণফুলী নদীর তীরে অবস্থিত-চট্টগ্রাম৷
  • গোমতী নদীর তীরে অবস্থিত-কুমিল্লা৷
  • পদ্মা নদীর তীরে অবস্থিত-রাজশাহী৷
  • গড়াই নদীর তীরে অবস্থিত-কুষ্টিয়া৷
  • মহানন্দা নদীর তীরে অবস্থিত-বাংলাবান্দা৷
  • কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত-বরিশাল৷
  • ভৈরব ও রূপসা নদীর মিলনস্থলে অবস্থিত-খুলনা৷
  • সুন্দরবন কোন জেলায় অবস্থিত?

    উত্তরঃ বাংলাদেশের পাঁচটি জেলা নিয়ে সুন্দরবন অবস্থিত। এগুলো হলো:
    ১/ খুলনা,
    ২/ বাগেরহাট,
    ৩/ পটুয়াখালি,
    ৪/ বরগুনা,
    ৫/ সাতক্ষীরা।
    আর ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা ও উত্তর ২৪ পরগণা জেলা নিয়ে গঠিত।

  • সুন্দরবন কোন সেক্টরের অন্তর্গত?

    উত্তরঃ ৯নং সেক্টর৷