সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

5/5 - (2 votes)

প্রশ্নঃ সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

অথবা, Sylhet Kon Nodir Tire Obosthito?

()রূপসা
()সুরমা
()আত্রাই
()আড়িয়াল খাঁ

উত্তরঃ খ) সুরমা

ব্যাখ্যাঃ সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত ৷


একনজর দেখে নিইঃ

  • তুরাগ নদের তীরে অবস্থিত-টঙ্গী৷
  • মধুমতি নদীর তীরে অবস্থিত-গোলাগঞ্জ৷
  • যমুনা নদীর তীরে অবস্থিত-সিরাজগঞ্জ৷
  • কর্ণফুলী নদীর তীরে অবস্থিত-কাপ্তাই৷
  • গোমতী নদীর তীরে অবস্থিত-কুমিল্লা৷
  • পদ্মা নদীর তীরে অবস্থিত-রাজশাহী৷
  • সুরমা ও কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে?

    উত্তরঃ আজমিরীগঞ্জ৷

  • সুরমা নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ বরাক নদী থেকে৷

  • সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত স্রোতের নাম?

    উত্তরঃ মেঘনা৷