সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়?

5/5 - (2 votes)

প্রশ্নঃ সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়?

অথবা, সাঙ্গু নদীর উৎপত্তি কোথায়?

অথবা, Sangu Nodir Utpotti Sthol Kothai?

()রাঙ্গামাটির শুভলং
()কাপ্তাই হ্রদ
()আরাকান পাহাড়ে
()ভিক্টোরিয়া হ্রদ থেকে

উত্তরঃ গ) আরাকান পাহাড়ে

ব্যাখ্যাঃ সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে (আরাকান পাহাড়)।

সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়

একনজর দেখে নিইঃ

  • সাঙ্গু নদীর দৈর্ঘ্য – ২০৮ কি.মি
  • সাঙ্গু নদী প্রবেশ করেছে – পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে ৷
  • কোন নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে—সাঙ্গু নদীর৷
  • বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি— হালদা ও সাংগু নদী।
  • আত্রাই নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ হিমালয় পর্বতমালার পাদদেশে শিলিগুড়ি থেকে ৬ মাইল উত্তর-পূর্বে এই নদীটি উৎপন্ন হয়েছে।

  • আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ পামীর মালভূমি থেকে৷