মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?

5/5 - (2 votes)

প্রশ্নঃ মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?

অথবা, মেঘনা নদীর উৎপত্তি কোথায়?

অথবা, Meghna nodir utpotti sthol kothai?

()মিয়ানমারের নাফ নদীতে
()বরাক নদীতে
()আসামের রুসাই পাহাড়ে
()হিমালয় পর্বতে

উত্তরঃ গ) আসামের রুসাই পাহাড়ে

ব্যাখ্যাঃ মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে।

মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়

একনজর দেখে নিইঃ

  • মেঘনা নদীর দৈর্ঘ্য কত-১৫৬ কি.মি.৷
  • মেঘনা নদীর গড় প্রস্থ কত-৩৪০০ মি. ৷
  • মেঘনা নদীর আকৃতি কেমন-সর্পিলাকার ৷
  • মেঘনা নদীর উপনদী কোনটি বা কি কি-কংস, সুমেশ্বরী, গোমতী, মনু প্রভৃতি।
  • মেঘনা নদীর গভীরতা কত-মেঘনা নদীর সর্বোচ্চ গভীরতা ১৬২০ফিট(৪৯০মিটার) এবং গড় গভীরতা ১০১২ফিট ৷
  • পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে-চাঁদপুর৷
  • মেঘনা নদীর শাখা নদী কোনটি-বাউলাই,গোমতি,তিতাস৷
  • পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কি-চাঁদপুর৷
  • যমুনা নদীর উৎপত্তি কোথায়?

    উত্তরঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
    হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়-খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ।

  • সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে (আরাকান পাহাড়)।