প্রশ্নঃ মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
অথবা, মেঘনা নদীর উৎপত্তি কোথায়?
অথবা, Meghna nodir utpotti sthol kothai?
(ক) | মিয়ানমারের নাফ নদীতে |
(খ) | বরাক নদীতে |
(গ) | আসামের রুসাই পাহাড়ে |
(ঘ) | হিমালয় পর্বতে |

একনজর দেখে নিইঃ
-
যমুনা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়-খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ। -
সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে (আরাকান পাহাড়)।