[MCQ] মানবদেহে কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে

5/5 - (2 votes)

মানবদেহে কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? আজকে টিউনটুনিতে পাবেন কাঙ্খিত প্রশ্নটির সঠিক উত্তর ৷ manob dehe kon bacteria vitamin utponno kore.

M.C.Qমানবদেহে কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে?
(ক)Escherichia sp
(খ)Agrobacterium sp
(গ)Clostridium sp
(ঘ)Rhizobium sp

(ক) Escherichia sp ৷

মানবদেহে কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে

প্রশ্নঃ মানবদেহে কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে?

মানুষের অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে, যার মধ্যে রয়েছে ভিটামিন-বি এবং ভিটামিন-কে। ভিটামিন তৈরির জন্য পরিচিত নির্দিষ্ট ব্যাকটেরিয়ার কিছু উদাহরণের মধ্যে রয়েছে ব্যাকটেরয়েডস ফ্রেজিলিস, যা ভিটামিন বি-12 তৈরি করে এবং ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, যা ভিটামিন কে তৈরি করে।