Skip to content
প্রশ্নঃ মদিনার পূর্ব নাম কি?
- ইয়াসবির
- আল মদিনা
- তায়েফ
- মদিনাতুল রসুল
ব্যাখ্যাঃ মদিনার পূর্ব নাম হলো ইয়াসবির৷
রিলেটেড প্রশ্নউত্তরঃ
- মক্কা থেকে মদিনার দূরত্ব কত-মক্কা থেকে মদিনার দূরত্ব ৪২৩ কিলোমিটার ২৬২.৮৪ মাইল ৷
- বাংলাদেশ থেকে মদিনার দূরত্ব কত-৫১২২(ম্যাপ থেকে) ৷
- হিজরতের পূর্বে মদিনার নাম কি ছিল-ইয়াসরিব ৷
- মদিনার প্রথম মসজিদ কোনটি-মসজিদে কুবা বা কুবা মসজিদ ৷
- দেওয়ানা মদিনার রচয়িতা কে-মনসুর বয়াতি ৷
- মদিনার সনদের ধারা কতটি-মদিনার সনদে মোট ৪৭টি মতান্তরে ৫৩টি ধারা আছে।
- কোন যুদ্ধকে মদিনার রক্ষাকবচ বলা হয়-বদরের যুদ্ধ ৷
error: Content is protected !!