[MCQ] ভারতের রাজধানীর নাম কি| Bharater rajdhani naam ki

5/5 - (10 votes)

ভারতের রাজধানীর নাম কি? আজকে টিউনটুনিতে পাবেন কাঙ্খিত প্রশ্নটির সঠিক উত্তর ৷ Bharater rajdhani naam ki?

ভারতের রাজধানীর নাম কি?

No.Option
(ক)নয়া দিল্লি
(খ)মালে
(গ)ইসলামাবাদ
(ঘ)কাঠমান্ডু

(ক) নয়া দিল্লি


ভারতের রাজধানীর নাম কি| Bharater rajdhani naam ki

সংক্ষেপে ব্যাখ্যা

নয়াদিল্লি(New Delhi) ভারতের রাজধানী। এটি উত্তর ভারতে অবস্থিত এবং দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করে। এছাড়াও এটি মুম্বাইয়ের পরে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর।

নয়া দিল্লি ভারতের রাজধানী হওয়ার কারণঃ

নয়াদিল্লিকে ভারতের রাজধানী ঘোষণা করা হয়। তার আগে, পূর্বাঞ্চলের শহর কলকাতা ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। যাইহোক, যৌক্তিক ও প্রশাসনিক কারণে, ব্রিটিশ সরকার রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। নতুন রাজধানী আনুষ্ঠানিকভাবে ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছিল, এবং তখন থেকেই এটি স্বাধীন ভারতের প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠে ৷