বিশ্বের কোন শহরকে কি বলা হয় অথ্যাৎ শহরের ডাকনাম with MCQ

5/5 - (2 votes)

বিশ্বের কোন শহরকে কি বলা হয় অথ্যাৎ শহরের ডাকনাম with MCQ.

প্রিয় বন্ধুরা, ভিডিও আকারে সহজে জেনে নিন যে, বিশ্বের কোন শহরকে কি নামে ডাকা হয় ৷ ২৫+ টি এমসিকিউ শিখে নিন ৷ যেকোনো ভর্তি কিংবা চাকুরি পরিক্ষায়র জন্য কমন উপযোগী ৷

M.C.Q- বিশ্বের কোন শহরকে কি বলা হয় ৷ একনজরে দেখে নিন কয়টি পারেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ৷

M.C.Q- বিশ্বের কোন শহরকে কি বলা হয় ৷ একনজরে দেখেনি একং কয়টি হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ৷ ধন্যবাদ ৷

Posted by Shipa Akter on Tuesday, 2 May 2023

বিশ্বের কোন শহরকে কি বলা হয়

01. বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে?

ক)লন্ডন
খ)নিউইয়র্ক
গ)প্যারিস
ঘ)বেইজিং

উত্তরঃ খ) নিউইয়র্ক

02. প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে?

ক)সিংগাপুর
খ)চিটাগাং
গ)ব্যাংকক
ঘ)ওসাকা

উত্তরঃ গ) ব্যাংকক

03. ভারতের কোন শহরকে ওয়াইফাই শহর বলা হয়?

ক)দিল্লি
খ)কলকাতা
গ)বেঙ্গালুরু
ঘ)জয়পুর

উত্তরঃ গ) বেঙ্গালুরু

04. থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?

ক)জয়পুর
খ)জয়সলমীর
গ)যোধপুর
ঘ)প্রতাপগড়

উত্তরঃ গ) যোধপুর

05. বিগ আপেল বলা হয় কোন শহরকে?

ক)শিকাগো
খ)নিউইয়র্ক
গ)সিডনি
ঘ)বার্লিন

উত্তরঃ খ) নিউইয়র্ক